বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন, চোখের জল ফেলছেন নাদাল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar shocked and in disbelief after Roger Federer retirement from professional tennis. বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন, চোখের জল ফেলছেন নাদাল
#লন্ডন: টেনিসে বিখ্যাত খেলোয়াড়ের নাম গুনতে বসলে সংখ্যায় অনেক। এই তালিকা দীর্ঘ। কিন্তু রজার ফেডেরার নামটা যেন টেনিস প্রেমীদের কাছে একটা ম্যাজিক। তার অবসরের খবরে শুধু টেনিস জগৎ নয়, সাধারণ মানুষ থেকে অন্যান্য ক্রীড়াবিদরা দুঃখ পাবেন, সেটাই স্বাভাবিক। সুইস তারকার বিদায় ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে কমেন্টসে। কিছু জনপ্রিয় ক্রীড়াবিদের বক্তব্য তুলে ধরা হল।
সচিন তেন্ডুলকর
অসম্ভব সুন্দর একটি ক্যারিয়ার কিংবদন্তি রজার ফেদরার। তোমার টেনিসের ব্র্যান্ডের প্রেমে পড়ে যাই মনে নেই সেই কবে। তারপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশা। নেশা কেড়ে নেওয়া শক্ত। কারণ সেটা আমাদের মধ্যেই থাকে। সব সুখ স্মৃতির জন্য ধন্যবাদ।
What a career, @rogerfederer. We fell in love with your brand of tennis. Slowly, your tennis became a habit. And habits never retire, they become a part of us.
Thank you for all the wonderful memories. pic.twitter.com/FFEFWGLxKR — Sachin Tendulkar (@sachin_rt) September 15, 2022
advertisement
advertisement
রড লেভার
সব কিছুর জন্য ধন্যবাদ রজার, শুধুমাত্র গ্র্যান্ড স্লামের সংখ্যা দিয়ে তোমায় বিচার করা যাবে না। আশা করি তাড়াতাড়ি দেখা হবে।
রাফায়েল নাদাল
প্রিয় বন্ধু রজার, বন্ধুও বটে আবার শত্রুও বটে! এই দিনটা আসবে ভাবিনি। ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃখের দিন। আমি নিশ্চিত সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ আজ চোখের জল ফেলছে। কত স্মৃতি তোমার সঙ্গে কাটিয়েছি কর্টের ভেতরে এবং বাইরে। কান্না পাচ্ছে।
advertisement
Dear Roger,my friend and rival. I wish this day would have never come. It’s a sad day for me personally and for sports around the world. It’s been a pleasure but also an honor and privilege to share all these years with you, living so many amazing moments on and off the court 👇🏻
— Rafa Nadal (@RafaelNadal) September 15, 2022
advertisement
জসপ্রীত বুমরাহ
টেনিস ইতিহাসের অন্যতম সেরা। সোনালী অক্ষরে নাম লেখা থাকবে। সারা পৃথিবীর অন্যতম সেরা স্পোর্টস আইকন। আপনার খেলা দেখা ছিল আনন্দ, শুধুই আনন্দ।
দীনেশ কার্তিক
আপনাকে সালাম কিংবদন্তি। ভাষায় এই অনুভূতি প্রকাশ করতে পারছি না। মন ভারাক্রান্ত।
শোয়েব আখতার
আপনার ক্যারিয়ার সবার কাছে অনুপ্রেরণা। আমার কাছে টেনিসের সর্বকালের সেরা। সত্যিকারের জেন্টলম্যান। অবসর জীবন ভাল হোক।
advertisement
হার্দিক পান্ডিয়া
এরকম ক্যারিয়ার মানুষ স্বপ্নে দেখে, আপনি বাস্তবে করে দেখেছিলেন। স্যালুট ফেদেক্স।
ইরফান পাঠান
অনেক টেনিস খেলোয়াড় এসেছে এবং গিয়েছে। রজার ফেদরার একজনই। জিনিয়াস আপনাকে মিস করব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2022 9:52 PM IST