ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর জানালেন, দুজনের মধ্যে কে ব্যাটারদের জন্য বেশি বিপজ্জনক। ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট শেষ হবার পর সিরিজের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের সঞ্চালকের প্রশ্নের উত্তরে গৌতম গম্ভীর জানান, হরভজনের তুলনায় অশ্বিনের মুখোমুখি হওয়া বেশ কঠিন। উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টেই ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবকে টপকিয়ে রবিচন্দ্রন অশ্বিন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে গেছেন।
advertisement
সেই সঙ্গে আন্তৰ্জাতিক টেস্ট ক্রিকেটে প্রথম ১০ জন বোলারদের মধ্যে ঢুকে পড়লেন অশ্বিন। গম্ভীরের মতে নিখুঁত লাইন লেন্থে বল করে যাওয়া ও বলের গতির মিশ্রনের ক্ষমতাই অশ্বিনকে হরভজনের থেকে এগিয়ে রেখেছে। তবে হরভজনের বোলিং দৃষ্টিনন্দন বলে তিনি উল্লেখ করেন। ভাজ্জির দুসরা ও যেভাবে তার বলের ফ্লাইট ব্যাটারের শট মারার সময় নেমে আসে তা দেখার মত বলে গম্ভীর উল্লেখ করেন। গম্ভীরের বক্তব্য, ব্যাটার হিসেবে আমি রবিচন্দ্রন অশ্বিনের একেবারেই মুখোমুখি হতে চাইবো না।
কিন্তু আমি হরভজন সিংয়ের বোলিং দেখতে ভালোবাসি। এর মানে এটাই বা-হাঁতি ব্যাটার হিসেবে আমি মনে করি, অশ্বিন যে কোনো সময় আমায় আউট করে দেবে। হরভজনের কাছে বাউন্স, দুসরা আছে, ব্যাটার শট নেওয়ার সময় সে তার বল নামিয়ে আনতে পারে। তবে তার নিখুঁত বোলিং ও গতি পরিবর্তনের জন্য শুধু বা-হাঁতি নয় যে কোনো ব্যাটারের কাছে অশ্বিন বিপজ্জনক।
গম্ভীর মনে করেন হরভজন মূলত গতির ওপর স্পিন করতেন। কিন্তু অশ্বিন ফ্লাইট এবং লুপের ওপর বেশি নির্ভর করেন। বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে অবশ্যই অশ্বিনকে খেলা বেশি চ্যালেঞ্জিং। স্টক বল ব্যবহার করার ক্ষেত্রেও অশ্বিন এগিয়ে।