TRENDING:

Gautam Gambhir: গৌতম গম্ভীর কোচিং ছাড়ুন ! দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারলে ২০২৭ বিশ্বকাপ ভুলে যান, তুমুল ভাইরাল বার্তা

Last Updated:

Gautam Gambhir-কে কোচিং ছাড়তে বলা হয়েছে: 'ঘরের মাঠে South Africa-র বিরুদ্ধে জিততে পারো না, ২০২৭ World Cup ভুলে যাও'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে Gautam Gambhir ঘরের মাঠে খেলা ৯টি টেস্ট ম্যাচের মধ্যে ৫টিতে হেরেছেন। সাম্প্রতিক অতীতে এত হতশ্রী পারফরম্যান্স করেছে৷ জুলাই ২০২৪-এ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে গৌতম গম্ভীর এখন পর্যন্ত ঘরের মাঠে নক্কারজনক পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর কোচিংয়ের সময় ভারত ঘরের মাঠে দু’বার হোয়াইট ওয়াশ হয়েছে, তাঁর নামের পাশেই ভারতীয় হেড কোচের হিসেবে সবচেয়ে বেশি ঘরের মাঠে টেস্ট হারার লজ্জার রেকর্ড রয়েছে।
গৌতম গম্ভীরের কাজ করার মেয়াদ কি শেষ হবে
গৌতম গম্ভীরের কাজ করার মেয়াদ কি শেষ হবে
advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ ০-২ স্কোরলাইনে হারার পর গম্ভীরকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ফ্যান, প্রাক্তন খেলোয়াড় আর ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে, আর কেউ কেউ তো ওনাকে পাঁচ দিনের ফর্মাটে কোচের পদ থেকে সরানোর দাবি তুলেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারতীয় দল টেম্বা বাভুমার নেতৃত্বে থাকা দলের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। শুক্রবার রাঁচিতে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে ট্রেনিং সেশনে যোগ দেন গম্ভীর, আর ভারতীয় দলের প্র্যাকটিস চলাকালীন ফ্যানরা ওনাকে টার্গেট করেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিওতে, এক ফ্যানকে শোনা যায় গম্ভীরকে কোচিং ছাড়তে বলছেন।

advertisement

“৩-০ ঘরে, আফ্রিকার সঙ্গে ১-০। কোচিং ছাড়ো (৩-০ ঘরে, ১-০ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, কোচিং ছাড়ো)। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরে জিততে পারো না, ২০২৭ বিশ্বকাপ ভুলে যাও (ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে পারো না, ২০২৭ বিশ্বকাপ ভুলে যাও),” ভাইরাল ভিডিওতে এক ফ্যান বলেন।

এখানে দেখুন:

ভারত- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে তিন দিনের মধ্যে ৩০ রানে হারে, আর দ্বিতীয় টেস্টে গুয়াহাটিতে নভেম্বর ২২ থেকে ২৬ তারিখে ৪০৮ রানে লজ্জাজনক হার হয়। গুয়াহাটিতে প্রথমবারের মতো টেস্টে এই হার ছিল রান মার্জিনে ভারতের সবচেয়ে বড় হার।

advertisement

আরও পড়ুন – Vande Bharat and Amrit Bharat Train: বাড়ছে যাত্রী, অমৃতভারত -বন্দেভারত কাঁপাচ্ছে ট্র্যাক, রেল লাইনের যত্নে ভারতীয় রেল

কেএল রাহুল ওডিআই-তে নেতৃত্ব দেবেন

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের সিরিজের প্রথম ODI হবে রাঁচিতে রবিবার, নভেম্বর ৩০ তারিখে, আর রায়পুর আর বিশাখাপত্তনমে পরের দুই ম্যাচ হবে ডিসেম্বর ৩ আর ডিসেম্বর ৬-এ। শুভমান গিল (Shubman Gill)  চোটের জন্য খেলতে পারছেন না, আর ওনার ওডিআইতে ডেপুটি থাকা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গত মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩য় একদিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান৷  তাই কেএল রাহুল (KL Rahul)-কে তিনটি ৫০ ওভারের ম্যাচের জন্য অধিনায়ক নির্বাচন করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), তিলক ভর্মা (Tilak Varma) আর ঋষভ পন্থ (Rishabh Pant) ফের একদিনের স্কোয়াডে ফিরেছেন৷ তাঁরা ফিরেছেন  শুভমান গিল (Shubman Gill), অক্ষর প্যাটেল (Axar Patel), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আর মহম্মদ সিরাজ (Mohammed Siraj) র জায়গায়। গিল না থাকায় যশস্বী জয়সওয়ালের ওপেন করা প্রায় নিশ্চিত, আর তিলক এবং পন্থের মধ্যে কে ৪ নম্বরে ব্যাট করার সুযোগ পাবেন, সেটাও দেখার বিষয়।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir: গৌতম গম্ভীর কোচিং ছাড়ুন ! দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারলে ২০২৭ বিশ্বকাপ ভুলে যান, তুমুল ভাইরাল বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল