IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে বিশ্বকাপ ২০২৩-র ফাইনালের আসর৷
আইসিসি আম্পায়র প্যানেলে রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) এবং রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড)কে ফাইনাল ম্যাচের অন ফিল্ড আম্পায়র হিসেবে ঘোষণা করেছে৷ মেগা ম্যাচ পরিচালনা করবেন এঁরাই৷ ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে ইলিংওয়ার্থ ছিলেন অনফিল্ড দুজন আম্পায়রের একজন৷ অন্যদিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যের দ্বিতীয় সেমিফাইনালের মাঠে কেটলবোরো দায়িত্ব সামলেছিলেন৷
advertisement
আরও পড়ুন – Cleaning Tips: জাস্ট ২ মিনিট কোনও কসরত ছাড়াই ফটাফট সাফ সিলিং ফ্যান, রইল টিপস
এছাড়াও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) এবং ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড) ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের জন্য যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ আম্পায়ার হবেন। উইলসন এবং গ্যাফানি যথাক্রমে ভারত বনাম নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে তৃতীয় আম্পায়ার ছিলেন।
আম্পায়রদের পূর্ণ তালিকা রইল
অনফিল্ড আম্পায়র- রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটলবরো (Richard Illingworth and Richard Kettleborough)
ম্যাচ রেফারি – অ্যান্ডু পাইক্রফট (Andrew Pycroft)
থার্ড আম্পায়র – জোয়েল উইলসন (Joel Wilson)
ফোর্থ আম্পায়র- ক্রিস্টোফর গ্যাফানে (Christopher Gaffaney)