হতদরিদ্র পরিবারে জন্ম এই ক্রিকেটারের। কাঁচা ঘরে শৈশবের লড়াই শুরু। বাবা কাজ শৌচকর্মী ছিলেন। বাড়ি চালানোর মতো পয়সা ছিল না, তাই দর্জির দোকানে কাজ শুরু করেছিলেন ইউসুফ। কিন্তু ছোটবেলা থেকে তিনি ভালবাসতেন ক্রিকেট খেলতে। কিন্তু ব্যাট কেনার টাকা ছিল না, তাই নিজেই ব্যাট বানিয়েছিলেন ইউসুফ, আর টেনিস বলে খেলতে শুরু করেছিলেন। এরপর গোল্ডেন জিমখানা ক্লাবে খেলার সুযোগ পেলেন তিনি। তারপর একদিন ক্লাবের দলে খেলার সুযোগ এল। দলের বাকি সদস্যরা একরকম জোর করে তাঁকে নামিয়ে দিলেন মাঠে। সেই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি।
advertisement
টেস্ট ম্যাচে প্রথম সেঞ্চুরির পর থেকে আর থামতে হয়নি ইউসুফ ইউহানা, মানে অধুনা মহম্মদ ইউসুফকে। ২০০২–২০০৩ সালের একদিনের ম্যাচের সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত থেকে ৪০৫ রান করেন তিনি, যা রেকর্ডও বটে।।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2020 7:11 PM IST
