এই প্রেক্ষাপটেই আলোচনায় উঠে এসেছেন আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাফুর জাদরান। দেশের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। শাফুর গুরুতর অসুস্থ এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। তাঁর ভাই সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদটি প্রকাশ করেন। আফগানিস্তান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাফুরের শরীরে হোয়াইট ব্লাড সেলের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
advertisement
শাফুরের অসুস্থতার খবরে ক্রিকেট মহলে উদ্বেগের ছায়া নেমে এসেছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ সোশ্যাল মিডিয়ায় শাফুরকে “সিংহের মতো লড়াকু ক্রিকেটার” বলে উল্লেখ করে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন। আফগানিস্তান জাতীয় দলের বর্তমান ও প্রাক্তন সতীর্থরাও শাফুরের সুস্থতার কামনায় প্রার্থনা করছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরাও তাঁর পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুনঃ IND vs NZ: কে থাকছে দলে আর কে পড়ছে বাদ? মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে বড় বদল! কেমন হবে একাদশ?
২০০৯ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাফুর জাদরানের। তিনি আফগানিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি—এই দুই ফরম্যাটে খেলেছেন। ৪৪টি ওয়ানডেতে তাঁর সংগ্রহ ৪৪ উইকেট, যেখানে সেরা বোলিং ২৪ রানে ৪ উইকেট। এছাড়া ৩৬টি টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ২৭ উইকেট, সেরা পারফরম্যান্স ছিল ৪০ রানে ৩ উইকেট। মাঠে তাঁর অবদান আজও আফগান ক্রিকেটের ইতিহাসে স্মরণীয়।
