২০২৬ সালের আইপিএলে আর খেলবেন না বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন আরসিবির প্রাক্তন অধিনায়ক ফ্যাফ দুপ্লেসি। সামনের বছর মেগা নিলামে নিজের নাম না লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। বদলে ফ্যাফ দুপ্লেসি পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলতে পারেন বলে জানা গিয়েছে।|
আরও পড়ুন: শুধু ফিটনেস আর খেলার দিকে নজর দাও, রোহিতকে বার্তা বোর্ডের! তবে কি এবার… জল্পনা শুরু
advertisement
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক দুপ্লেসি দীর্ঘ সময় আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছেন। এছাড়াও এক মরশুমে তিনি আরসিবির দায়িত্বে ছিলেন। গত মরশুমে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আগামী মরশুমে আর তাকে আইপিএলে দেখা যাবে না। ফ্যাফ পাকিস্তান সুপার লিগে খেলতে চলেছেন আগামী মরশুমে। ইনস্টাগ্রামে একটি পোস্টে ফ্যাফ লেখেন, ‘১৪টি মরশুম আইপিএলে খেলার পরে এই মরশুমে আইপিএলের নিলামে নাম না লেখানোর সিদ্ধান্ত নিয়েছি।
IPL Auction 2026(আইপিএল নিলাম ২০২৬) LIVE Updates in Bangla
সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, “প্রত্যেকটা কোচ, সতীর্থ, সাপোর্ট স্টাফ, আর বছরের পর বছর যারা আমাকে সমর্থন করেছে — সকলকে ধন্যবাদ। তোমাদের সমর্থন আমার কাছে অনেক বড় ব্যাপার। ১৪ বছর অনেক লম্বা সময়, আর আমি গর্বিত এই অধ্যায়টা আমার জীবনে যা মানে রাখে তার জন্য। ভারত আমার হৃদয়ে একটা বিশেষ জায়গা নিয়ে আছে, আর এটা নিশ্চয়ই বিদায় নয় — আবার সকলের সঙ্গে দেখা হবে।
