তার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা স্যালুট জানিয়েছেন হরমনকে। তবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার জন্য হরমনকেই দায়ী করেছেন ভারতের প্রাক্তন মহিলা তারকা এবং দেশের মহিলা ক্রিকেটের কিংবদন্তি ডায়ানা এদুলজি। ডায়ানা বলেছেন, ওদের ডান্ডা দরকার। তবেই ভাল খেলবে ওরা।
advertisement
বিসিসিআই সব কিছু দিচ্ছে। এমনকি পুরুষদের সমান হারে বেতনও দিচ্ছে। এবার তো ভাল খেলতে হবে। বার বার হারলে চলবে না। বেশ কয়েক জন ক্রিকেটারের খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়ানা। তাঁর মতে, ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা ছন্দে নেই। বিশেষ করে শেফালি যে ভাবে একের পর এক ম্যাচে নিজের উইকেট ছুড়ে দিয়ে আসছেন তাতে বিরক্ত ডায়ানা।
সেমিফাইনালে অধিনায়ক হরমন হাফ সেঞ্চুরি করেও দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হন। তার ব্যাট আটকে যায় মাঠে। ডায়না মনে করেন যদি ক্রিকেটের ব্যাকরণ মেনে হরমন রান নিতেন তাহলে এই জিনিস হত না। একমাত্র জেমি ছাড়া কেউ ইনিংস তৈরির চেষ্টা করেনি।
অধিনায়ক হিসেবে হরমন যখন দেখল জেমি আউট হয়ে গিয়েছে, তখন ওর শেষ পর্যন্ত থাকা উচিত ছিল। এছাড়া মেয়েদের ফিটনেস নিয়েও তীব্র সমালোচনা করেছেন ডায়ানা। ইয়ো ইয়ো টেস্ট শুরু করতে বলেছেন তিনি।