কলকাতা: চার মাস আগের কথা। যুবভারতীতে সেদিন হুগো বুমু এবং মনবীর সিংয়ের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল এটিকে মোহনবাগান। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। দুটো দল অনেক উত্থান পতন দেখেছে। মোহনবাগান হয়তো প্লে অফ এ জায়গা পাকা করে নিয়েছে। ইস্টবেঙ্গল সেটা পারেনি। কিন্তু শেষ ম্যাচে এই মুহূর্তে দেশের সেরা দল মুম্বইকে হারিয়ে চমক দিয়েছে তারা।
আজ আবার একটা বড় ম্যাচ। মোহনবাগানের তিন বিদেশি ফুটবলার খেলতে পারবেন না শোনা যাচ্ছে। দুজন নিশ্চিত পারবেন না। বুমুকে শেষ মুহূর্তে একটা চেষ্টা করা হবে। না পারলে তিনজন বিদেশি নিয়ে খেলতে হবে সবুজ মেরুনকে। এক্ষেত্র ক্লেটন সিলভা, জ্যাক জার্ভিস, ইভান গঞ্জালেস, জর্ডান, লিমা, কিরিয়াকু - ৫ বিদেশি হাতে নিয়ে নামতে পারবে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের আসল ভরসা ক্লেটন সিলভা। লিগ টেবিলে লাল হলুদের পজিশন যতই খারাপ হোক, সিলভা এক ডজন গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ স্কোরার। দুর্ধর্ষ ছন্দে আছেন ব্রাজিলিয়ান। তাকে আটকানো মোহনবাগান ডিফেন্স এর কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে মোহনবাগানের এই ম্যাচের ভরসা অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেত্রাতস। তিনি হয়তো স্কোরার খুব ভাল নন।
কিন্তু তবুও সবুজ মেরুন দলের সবচেয়ে বেশি গোল করেছেন দিমিত্রি (৭)। বক্স স্ট্রাইকার না হলেও বুদ্ধি করে খেলতে জানেন। পাশাপাশি ইস্টবেঙ্গল দলের মহেশ এবং জেরি বাঁদিক দিয়ে দুরন্ত ফুটবল উপহার দিচ্ছেন। এই জায়গাটা নিয়েও চিন্তা আছে। মোহনবাগানকে মহেশের দৌড় সামলাতে হলে আশীষ রাইকে ব্যবহার করতেই হবে।
🗣️ "Our focus is to win the match and get three points, we are not thinking about our position in the table."@atkmohunbaganfc head coach @JuanFerrandoF has his sights set on the #KolkataDerby!#EBFCATKMB #HeroISL #LetsFootball #ATKMohunBaganhttps://t.co/CfPOZYrlGM
— Indian Super League (@IndSuperLeague) February 25, 2023
আইএসএল ঢোকার পর থেকে আজ পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। আজ কিছুটা হলেও সুযোগ থাকছে চাকা ঘোরানোর। এই ধরনের ম্যাচে অ্যাডভান্টেজ বলে কিছু হয় না। কিন্তু তবু ও হাতে বিদেশি বেশি থাকার কারণে কিছুটা হলেও এগিয়ে শুরু করবে লাল হলুদ।
তবে শেষ পর্যন্ত সিলভার সাম্বা ম্যাজিক ইস্টবেঙ্গল সমর্থকদের ডার্বি জয়ের আনন্দ এনে দিতে পারে কিনা সেটাই দেখার। স্ট্রাইকার জ্যাক জার্ভিসও ভরসা লাল হলুদের। অন্যদিকে মোহনবাগানকে ডার্বিতে ৮-০ করতে হলে তাকিয়ে থাকতেই হবে দিমিত্রির দিকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Super League, Kolkata Derby