অপারেশন টেবিল থেকে মাঠে রাজকীয় প্রত্যাবর্তন! জাদেজার লড়াই দেখে চোখে জল স্ত্রী রিভাবার

Last Updated:

Ravindra Jadeja wife recollects the hard work he has gone through during come back. রবীন্দ্র জাদেজার কামব্যাকের গল্প বলতে গিয়ে আবেগপ্রবণ স্ত্রী রিভা

রবীন্দ্র জাদেজার 
কামব্যাকের গল্প বলতে গিয়ে আবেগপ্রবণ স্ত্রী
রবীন্দ্র জাদেজার কামব্যাকের গল্প বলতে গিয়ে আবেগপ্রবণ স্ত্রী
জামনগর: চোট থেকে সেরে মাঠে ফিরেই সেরা ছন্দে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নাগপুরে বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টে ৭ উইকেট নেন জাদেজা, ৭০ রান করেন তিনি। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন জাড্ডু। চোট থেকে ফিরেই  দুই টেস্টে ১৭ উইকেট নেওয়ার জাদেজার এই অনবদ্য অবিশ্বাস্য প্রত্যাবর্তনে প্রশংসায় ক্রিকেট পন্ডিতদের পাশাপাশি তার স্ত্রী রিভাবা।
সংবাদসংস্থা এএনআইকে জাদেজার স্ত্রী রিভাবা বলেন, রবীন্দ্র খুব ইতিবাচক ক্রিকেটার, তার দৃষ্টিভঙ্গীও ইতিবাচক। ও মাঠে নামে কিছু করার অদম্য ইচ্ছা নিয়ে ও ইতিবাচক মনোভাব নিয়ে। সেটাই তার সবচেয়ে বড় শক্তি। ক্রিকেটই তার কাছে সবচেয়ে অগ্রাধিকার পায়। সে ক্রিকেটের সঙ্গে একেবারেই একাত্ম। জাদেজার স্ত্রী আরো বলেন, জাতীয় ক্রিকেট একাডেমিতে জাদেজা তার রিহ্যাব করে।
advertisement
আরও পড়ুন - ডার্বিতে আজ হঠাৎ করেই অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল ! বিরাট অনিশ্চয়তায় মোহনবাগান
বিসিসিআই এর কোচ ও ফিজিওথেরাপিস্টরা তাকে অনেক সাহায্য করেছেন। ও ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে। ও তার সবলতার জায়গাটা বোঝে, ঐ সময় ও এই জায়গাটায় অনেক কাজ করেছে, তার ফলাফল আমরা সবাই দেখতে পারছি। তার পারফরম্যান্স ও দলে তার অবদানে আমি খুবই খুশি। দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ও।
advertisement
advertisement
চোটের পর সে ফিরে এসেছে এবং আমি খুবই খুশি তার পারফরম্যান্স দেখে। রিভাবা শেষে বলেন, ও বেশি কথা বলতে পছন্দ করে না, তার খেলার মাধ্যমেই তার বক্তব্য সকলকে জানায়। ও অনেক ইতিবাচক মন্তব্য পেয়েছে, তবে তার সমালোচকও আছে।
advertisement
কিন্তু সমালোচকদের জবাব দেওয়ার চেয়ে ও তার দুর্বলতা শুধরে নেওয়ার দিকেই মন দেয় বেশি। তবে ফিরে আসাটা রবীন্দ্র জাদেজার পক্ষে সহজ ছিল না। প্রথম দিকে ব্যথায় কাতরাতেন। কিন্তু হাল ছেড়ে দেননি। তার পুরস্কার আজ তিনি পাচ্ছেন। এমনি এমনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠতে পারেননি।
বাংলা খবর/ খবর/খেলা/
অপারেশন টেবিল থেকে মাঠে রাজকীয় প্রত্যাবর্তন! জাদেজার লড়াই দেখে চোখে জল স্ত্রী রিভাবার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement