এর আগে একাধিক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া বলেছেন, ‘সাধারণত রাতে ঘুমোতে দিতেন না বেকহ্যাম।’ তাঁদের আদরের তীব্রতা এতটাই ছিল। আর সেটাই সুখে রেখেছিল ভিক্টোরিয়াকে। ভিক্টোরিয়া আর ডেভিড বেকহ্যামের শোওয়ার ঘরে ছিল একেবারে সাদা। আর ছিল বড় বড় চারটি ছবি। রোজ রাতে শুতে যাওয়ার সময় যদি ভিক্টোরিয়া বলতেন, ঘুমোতে গেলাম, তাহলেই নাকি মন খারাপ হত বেকহ্যামের।
advertisement
ডেভিড বেকহ্যামের করা একটি বিজ্ঞাপন ঝড় তুলেছিল বিশ্বজুড়ে। সেই অন্তর্বাস পরা বেকহ্যামের ছবি মনে করে ভিক্টোরিয়া বললেন, ‘আমি আনন্দিত যে এখনও আমাদের যৌন জীবনে চরম সুখ আছে। আর তারপরেই বেকহ্যামের যৌনাঙ্গ নিয়ে মন্তব্য করলেন ভিক্টোরিয়া। তিনি বললেন, ‘হ্যাঁ, ওঁর যৌনাঙ্গ বেশ বড়। বিজ্ঞাপনটা দেখলে আন্দাজ করতে পারবেন। একটা বিরাট ট্রাক্টরের হোসপাইপের মতো যেন।’
১৯৯৮ সালে তৎকালীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলোয়াড় বেকহ্যামের সঙ্গে আলাপ হয় ভিক্টোরিয়ায়। তাঁরা এখন তিন সন্তানের অভিভাবক, ব্রুকলিন, রোমিও আর ক্রুজ।
