TRENDING:

‘পুরুষত্বের আদর্শ বেকহ্যাম’‌, ডেভিড বেকহ্যামের যৌনাঙ্গ নিয়ে কী মন্তব্য করেছিলেন স্ত্রী ভিক্টোরিয়া?‌

Last Updated:

‘‌আমি আনন্দিত যে এখনও আমাদের যৌন জীবনে চরম সুখ আছে। আর তারপরেই বেকহ্যামের যৌনাঙ্গ নিয়ে মন্তব্য করলেন ভিক্টোরিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #‌লন্ডন: তাঁদের দাম্পত্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়া দম্পতিদের তালিকায় ডেভিক বেকহ্যাম আর ভিক্টোরিয়া বে‌কহ্যাম। দু’‌জনেই বিবাহিত জীবনের যৌন সম্পর্ক নিয়ে বারবারই স্পষ্ট কথা বলেছেন। এবারেও সেই সুরই শোনা গেল ভিক্টোরিয়ার গলায়। তিনি বললেন, এখনও, বিয়ের এত বছর পরেও তাঁদের মধ্যে সম্পর্ক মধুর।
advertisement

এর আগে একাধিক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া বলেছেন, ‘‌সাধারণত রাতে ঘুমোতে দিতেন না বেকহ্যাম।’‌ তাঁদের আদরের তীব্রতা এতটাই ছিল। আর সেটাই সুখে রেখেছিল ভিক্টোরিয়াকে। ভিক্টোরিয়া আর ডেভিড বেকহ্যামের শোওয়ার ঘরে ছিল একেবারে সাদা। আর ছিল বড় বড় চারটি ছবি। রোজ রাতে শুতে যাওয়ার সময় যদি ভিক্টোরিয়া বলতেন, ঘুমোতে গেলাম, তাহলেই নাকি মন খারাপ হত বেকহ্যামের।

advertisement

ডেভিড বেকহ্যামের করা একটি বিজ্ঞাপন ঝড় তুলেছিল বিশ্বজুড়ে। সেই অন্তর্বাস পরা বেকহ্যামের ছবি মনে করে ভিক্টোরিয়া বললেন, ‘‌আমি আনন্দিত যে এখনও আমাদের যৌন জীবনে চরম সুখ আছে। আর তারপরেই বেকহ্যামের যৌনাঙ্গ নিয়ে মন্তব্য করলেন ভিক্টোরিয়া। তিনি বললেন, ‘‌হ্যাঁ, ওঁর যৌনাঙ্গ বেশ বড়। বিজ্ঞাপনটা দেখলে আন্দাজ করতে পারবেন। একটা বিরাট ট্রাক্টরের হোসপাইপের মতো যেন।’‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের শুরুতেই দিঘায় জমজমাট ক্রিকেট ফেস্টিভ্যাল, পর্যটকরাও থমকে দেখছেন টানটান খেলা
আরও দেখুন

১৯৯৮ সালে তৎকালীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলোয়াড় বেকহ্যামের সঙ্গে আলাপ হয় ভিক্টোরিয়ায়। তাঁরা এখন তিন সন্তানের অভিভাবক, ব্রুকলিন, রোমিও আর ক্রুজ।

বাংলা খবর/ খবর/খেলা/
‘পুরুষত্বের আদর্শ বেকহ্যাম’‌, ডেভিড বেকহ্যামের যৌনাঙ্গ নিয়ে কী মন্তব্য করেছিলেন স্ত্রী ভিক্টোরিয়া?‌
Open in App
হোম
খবর
ফটো
লোকাল