নেইমারের প্লে অ্যাক্টিং বা বিচ্ছিরি ফাউল করেও লাল কার্ড থেকে রোনাল্ডোর বেঁচে যাওয়া। অঘটনের বিশ্বকাপের পাশাপাশি এই ঘটনাগুলো নিয়েও জোর আলোচনা হয়েছে। আর আলোচনায় উঠে এসেছে VAR। ভিডিও রেফারিং কখনই সিদ্ধান্ত দেয় না। রেফারিকে মতামত দিতে পারে। রেফারিদের দাবি, ভারের ক্ষেত্রে কোথাও কোথাও দুই রেফারির ‘কমিউনিকেশন গ্যাপ’ হচ্ছে। যার জের পড়ছে ম্যাচের উপর। দাবি রেফারিদের।
advertisement
ম্যাচে পেনাল্টির সিদ্ধান্ত দিতেও ভারের দ্বারস্থ হচ্ছেন রেফারিরা। পেনাল্টি দেওয়ার রেকর্ডে ব্রাজিল বিশ্বকাপকে ছাড়িয়ে গিয়েছে রাশিয়া। কিন্তু এভাবে বারবার ম্যাচ বন্ধ হওয়ায় খেলার গতির নষ্ট হচ্ছে বলে মত কলকাতার প্রাক্তনীদের।
‘ভার’কে কোনওভাবেই অস্বীকার করছেন না প্রাক্তন রেফারিরা। ভবিষ্যতে ভিডিও রেফারিং যদি সিদ্ধান্ত তৈরির জায়গায় যায়, তাহলে তাতে ফুটবলের লাভ। আশাবাদী প্রাক্তনীরা।
রিপোর্টার: ঈরন রায় বর্মন