মেসি কোথায়। পেনাল্টি মিস। যেন দিকভ্রষ্ট। নেইমার গোল করলেও ছন্দহীন। সেখানে মাঝারি মানের একটা দলকে নিজের কাঁধে টানছেন সিআর সেভেন। সব তারকাকে পিছনে ফেলে তাই অনেক এগিয়ে। গোল করার সঙ্গে নীচে নেমে ডিফেন্ডারদেরও সাহায্য করছেন। ক্যাপ্টেন হয়ে আরও যেন টিমম্যান।
আরও পড়ুন-রোনাল্ডোদের চমকে দিতে প্রস্তুত ইরান, পর্তুগালের প্রি কোয়ার্টারে ওঠার অঙ্কটা কী ? দেখে নিন
advertisement
গত বিশ্বকাপের শেষ ম্যাচ থেকে ধরলে টিমের সবকটি গোলই রোনাল্ডোর। এবার পর্তুগিজ মহাতারকার সামনে ইরান। এই ইরানের বিরুদ্ধেই বিশ্বকাপের প্রথম গোল ছিল রোনাল্ডোর। চলতি বিশ্বকাপে এপর্যন্ত ২ ম্যাচে ৪ গোল করে লুকাকুর সঙ্গে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের ১৫ ম্যাচে ৭ গোল হয়ে গেল এই গোলমেশিনের।
মেগা ম্যাচের আগে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডি পোস্ট করেন রোনাল্ডো। আবেগঘন ওই পোস্টের মাধ্যমে সিআর সেভেন বুঝিয়ে দিয়েছেন তাঁর জীবনে পজিটিভ ছাড়া কিছু নেই। থিঙ্ক পজিটিভি, বি পজিটিভ ৷