TRENDING:

কেন ভেঙে পড়়লেন কান্নায়, সোশ্যাল মিডিয়ায় নেইমার স্বীকারোক্তি !

Last Updated:

ম্যাচের বয়স তখন ৯৭ মিনিট ৷ ব্রাজিলের ১-০ স্কোরলাইন ২-০ হয়ে গেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সেন্ট পিটার্সবার্গ: ম্যাচের বয়স তখন ৯৭ মিনিট ৷ ব্রাজিলের ১-০ স্কোরলাইন ২-০ হয়ে গেল ৷ সৌজন্যে ওয়ান্ডার কিড ৷ এরপরই মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার ৷
advertisement

Photo Courtesy - AP

যা নিয়েও সমালোচকরা ভুরু কুঁচকেছেন ৷ এবার তাদের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় জবাব দিলেন তিনি ৷ নিজের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল নেইমার নিজের জবাব দিয়েছেন ৷

নেইমার লিখেছেন , ‘‘ এখানে আসতে আমি কী কী বিষয়ের মধ্যে দিয়ে গেছি কেউ জানে না ৷

advertisement

আরও পড়ুন - শাকিরির গোলে সুইৎজারল্যান্ডের চমৎকার, কী দাঁড়ালো ব্রাজিলের অঙ্ক

তিনি আরও বলেছেন, ‘‘ টিয়া পাখিও কথা বলতে পারে, কিন্তু যে পথে হেঁটেছি, সে পথে সকলে হাঁটে না ৷ আমি আনন্দে কেঁদেছি, কেঁদেছি জেতার ইচ্ছা ও বাধা টপকে আসার জন্য ৷ ’’

‘‘ আমার জীবনে কখনই কিছু সহজ ছিল না ৷ এখনই বা কী করে সহজ হবে ৷ স্বপ্ন না লক্ষ্য এখনও বেঁচে আছে ৷ পারফরম্যান্সের জন্য অভিনন্দন বন্ধুরা ৷ ’’

advertisement

ফেব্রুয়ারিতে পিএসজি-র হয়ে খেলার সময় পা ভেঙে গিয়েছিল ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকারের ৷ আর তারপর এটা তাঁর চতুর্থ ম্যাচ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
কেন ভেঙে পড়়লেন কান্নায়, সোশ্যাল মিডিয়ায় নেইমার স্বীকারোক্তি !