স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচের পর মেক্সিকো দলের একাধিক ফুটবলার যৌন কর্মীদের সঙ্গে রাত কাটিয়েছিলেন ৷ এর আগে ২০১১ সালে কোপা আমেরিকার দলের আট জন সদস্যকে নির্বাসিত করা হয়েছিল ৷ এবার এই ঘটনা সামনে আসায় উত্তাল মেক্সিকো মিডিয়া ৷
advertisement
বিশ্বকাপের আগে জোরকদমে অনুশীলন সারছে সব দল ৷ ব্যতিক্রম নয় মেক্সিকোও ৷ তবে এক রাত তাদের ছুটি বরাদ্দ করেছিল ৷ সেই এক রাতেই কিস্তিমাত করতে যৌনতার আনন্দে মাততে গিয়েছিলেন ফুটবলাররা ৷
আরও পড়ুন - রাশিয়া বিশ্বকাপে ‘বুড়ো’রা ব্রাত্য ইংল্যান্ড দলে, হ্যারি কেনই ভরসা ব্রিটিশদের
পত্রিকা-য় প্রকাশিত খবরে মেক্সিকো দলকে তাদের ডাকনামে ডাকা হয়েছে বলা হয়েছে ‘এল ট্রাই’ কে ৩০ জন উচ্চপদস্থ এসকর্ট পাঠানো হয়েছিল ৷ বিশ্বকাপ খেলতে পাঠানোর আগে এর চেয়ে ভালো বিদায় বার্তা আর কী বা হতে পারে, টানা ২৪ ঘন্টা একসঙ্গে বন্ধ হয়ে থাকা-র চেয়ে আর ভালো কী হতে পারে ৷
মেক্সিকো সিটি-র এক উচ্চপদস্থ পাড়ায় এই ঘটনাটি ঘটেছে ৷ সংবাদমাধ্যমকে যাঁরা খবরটি জানিয়েছেন তাঁরা বলেছেন লাস লোমাসে শনিবারের ম্যাচ খেলে ফুটবলাররা আসেন ৷ আর বিষয়টি চলে রবিবার বিকেল ৪ টা অবধি ৷
আরও পড়ুন - বিশ্বকাপের বল গড়ানোর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন কে, জানিয়ে দিল ফোর্বসের সমীক্ষা
সেখানে মদ, খাওয়া-দাওয়া, মহিলা সবকিছুর বন্দোবস্ত ছিল ৷ পরিবার বাদ দিয়ে নাইট আউটকে বিশেষ করতে আরও হাজির ছিল ৩০ জন হাই প্রোফাইল যৌনকর্মী ৷
তবে এই বিষয়ে এখনও অবধি মুখে কুলুপ এঁটেছে মেক্সিকান ফুটবল অ্যাসোসিয়েশন ৷