বিশ্বকাপের বল গড়ানোর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন কে, জানিয়ে দিল ফোর্বসের সমীক্ষা

Last Updated:

বিশ্বকাপের দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে জানেন কি ৷ খাতায় কলমে ধারে ভারে, ফুটবল বিশেষজ্ঞদের চুলচেরা বিচারে কোথায় কে কাকে টেক্কা দিচ্ছে জানেন কি ৷

#মস্কো : বিশ্বকাপের দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে জানেন কি ৷ খাতায় কলমে ধারে ভারে, ফুটবল বিশেষজ্ঞদের চুলচেরা বিচারে কোথায় কে কাকে টেক্কা দিচ্ছে জানেন কি ৷
ফোর্বসে প্রকাশিত একটি সমীক্ষায় যা জানা যাচ্ছে তাতে রাশিয়া বিশ্বকাপের খেতাবি দৌড়ের লড়াইতে সামনের সারিতে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৷ তাদের টক্কর দিতে পারে ব্রাজিল ও স্পেন ৷ এলো পয়েন্টের রেটিংয়ের ভিত্তিতে সমস্ত দলের শক্তি ও দুর্বলতাও বিচার করা হয়েছে ৷
advertisement
advertisement
১০ হাজারের বেশি স্যাম্পেলের ভিত্তিতে খেতাবের দৌড়ে থাকা সেরা তিন দলের নাম বেছে নেওয়া হয়েছে ৷
top team
গ্রুপ এ –র সবচেয়ে শক্তিশালী দল উরুগুয়ে ৷ এই বিভাগের দুর্বলতম দল সৌদি আরব ৷ বি গ্রুপের দুটি প্রান্তে রয়েছে যথাক্রমে স্পেন ও মরোক্কো ৷ গ্রুপ সি-তে শীর্ষে রয়েছে ফ্রান্স আর তলানিতে অস্ট্রেলিয়া ৷
advertisement
ডি বিভাগের সেরা আর্জেন্টিনা ও চারটির দলের মধ্যে সবচেয়ে হীণবল নাইজেরিয়া ৷ এই গ্রুপের একদম ওপরের দল ও একদম পিছনে থাকা দলের এলো রেটিং বাকি সবগুলি বিভাগের থেকে সবচেয়ে ওপরে ৷ এই বিভাগেই আছে বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিল ও একদম শেষে আছে কোস্টারিকা ৷ গ্রুপ এফ –এ রয়েছে বিশ্বকাপের অপর শক্তিশালী দাবিদার ৷ তারা জার্মানি ৷ এই বিভাগের দুর্বলতম দল দক্ষিণ কোরিয়া ৷
advertisement
গ্রুপ জি-র এক নম্বর দল ইংল্যান্ড ও চার নম্বর দল টিউনিশিয়া ৷ এবং এইচ বিভাগের শেষ দল জাপান ৷ ২২ জুন ২০১৮ –র ফোর্বসের ম্যাগাজিনে জায়গা করে নিয়েছে এই দল গুলি ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের বল গড়ানোর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন কে, জানিয়ে দিল ফোর্বসের সমীক্ষা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement