‘হিটম্যান’ রোহিত একবার এক সতীর্থকে ঘুঁষি মারতে চেয়েছিলেন, নিজেই করলেন খোলসা

Last Updated:
#মুম্বই : ভারতীয় দলের অন্দরের কোন্দলের খবর সংবাদমাধ্যম অবধি বড় একটা এসে পৌঁছয় না ৷ এখন ভারতীয় দলের ‘হাম সাথ সাথ হ্যায়’ ভাবমূর্তি সুপারহিট ৷ কিন্তু এই ‘পিকচার পারফেক্টে’ চিড় ৷
খোলসা করলেন খোদ রোহিত শর্মাই ৷ তিনি একবার এত রেগে গিয়েছিলেন যে রোহিত শর্মা নিজের হিটম্যান তকমা একজন মানুষের ওপরই ব্যবহার করতে গিয়েছিলেন ৷ তাঁর হাতে যাঁর মার জুটছিল তিনি হলেন রবীন্দ্র জাডেজা ৷
rohit
advertisement
অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা দু‘জনেই এই বিষয়টি জানিয়েছেন ৷ ঘটনাটি ঘটেছিল এবারের ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের সময় ৷ জঙ্গল সাফারিতে গিয়েছিল ভারতীয় দল ৷ দুটি চিতা খাবারের খোঁজে বেরিয়েছিল ৷  সে সময় রবীন্দ্র জাদেজা তাঁদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল ৷
advertisement
আর এতেই বেজায় ক্ষেপে গিয়েছিলেন রোহিত ৷ কার্যত মারতে উদ্যত হন তিনি ৷ রাহানে জানিয়েছেন , ‘‘ সাফারিতে খুব মজা হয়েছিল ৷ একটা সময়ে চিতা হেঁটে যাচ্ছিল , তার পিছনেও দুটো চিতা ছিল ৷ আমরা জঙ্গলের মধ্যে ছিলাম , আশপাশে কি আছে বুঝতে পারছিলাম না ৷ এমন সময় জঙ্গলের ঠিক মধ্যিখানে দুটো চিতা সবে শিকার ধরেছিল ৷ আমরা ছাড়াও সঙ্গে আমাদের স্ত্রী-রাও ছিল ৷
advertisement
এরপর রোহিত শর্মা জানিয়েছেন ,‘‘ এই সময় জাদেজা মুখে একটা শব্দ করছিল ৷ ওদের ডাকার চেষ্টা করছিল , আমি তখন বলি কী করছ, ওরা যদি আমাদের দেখতে পায় তাহলে আমাদেরই মেরে ফেলবে ৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
‘হিটম্যান’ রোহিত একবার এক সতীর্থকে ঘুঁষি মারতে চেয়েছিলেন, নিজেই করলেন খোলসা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement