TRENDING:

পিছিয়ে গেল আই লিগের উদ্বোধন

Last Updated:

আই লিগের উদ্বোধনের দিন পিছিয়ে দেওয়া হল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইএসএল-এর ঢাকে কাঠি পড়তে আর বেশি দিন বাকি নেই ৷ কিন্তু দেশের আরেকটা ‘প্রাইম লিগ’ আই লিগ এবছর কবে শুরু হবে ? নভেম্বর মাস পড়ে গেলেও ফেডারেশন কর্তারা এব্যাপারে এখনও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি ৷
advertisement

আইএসএল-এর জন্য সমস্ত প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায় ৷ উদ্বোধনী অনুষ্ঠানে রিহার্সালও শুরু হয়ে গিয়েছে জোর কদমে ৷ যেখানে অংশ নেবেন সলমন-ক্যাটরিনার মতো তারকারাও ৷ কিন্তু এসবের মধ্যেই আই লিগের উদ্বোধনের দিন পিছিয়ে দেওয়া হল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

সম্প্রচার সংস্থা কবে সূচি পাঠাবে তার দিকে তাকিয়ে রয়েছেন ফেডারেশন কর্তারা। আই লিগে অংশগ্রহণকারী দশ দলের কোচ ও একজন ফুটবলারকে নিয়ে ট্রফি উদ্বোধনের দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। আগে ঠিক ছিল ১১ নভেম্বর হবে অনুষ্ঠান। এখন সেই তারিখ পিছিয়ে করা হল ২১ তারিখ ৷ রাজধানী দিল্লিতেই হবে এবারের আই লিগের উদ্বোধন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পিছিয়ে গেল আই লিগের উদ্বোধন