TRENDING:

বাংলার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি, চুনী গোস্বামীর মৃত্যুতে ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের ক্রীড়ামহল ৷ ট্যুইট করে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউনের মধ্যে একের পর এক দুঃসংবাদ ৷ ইরফান খান, ঋষি কাপুরের পর এবার আরও এক কিংবদন্তির মৃ্ত্যুসংবাদ ৷ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামী ৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ সংবাদমাধ্যমকে চুনী গোস্বামীর মৃত্যুর খবর জানান, তাঁর ছেলে সুদীপ্ত গোস্বামী ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর ৷ হাসপাতাল সূত্রে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে চুনী গোস্বামীর ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যুবকদের আড্ডাখানায় হাতির হানা! 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' পরিস্থিতি,মুহূর্তে ভাইরাল হল ভিডিও
আরও দেখুন

১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের ক্রীড়ামহল ৷ ট্যুইট করে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি লেখেন, ‘‘ফুটবলের কিংবদন্তি চুনী গোস্বামীর প্রয়াণে আমি শোকস্তব্ধ ৷ উনি ফুটবলের আসল তারকা এবং একজন আইকন ৷ ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে পড়বেন তিনি ৷ দেশ এবং বাংলাকে অনেক সম্মান এনে দিয়েছেন ৷ তাঁর মৃত্যু ক্রীড়াজগত এবং বাংলার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি ৷ চুনী গোস্বামীর পরিবার, বন্ধু-বান্ধব এবং ফ্যানদের প্রতি আমার সমবেদনা ৷ ওঁর আত্মার শান্তি কামনা করি ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বাংলার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি, চুনী গোস্বামীর মৃত্যুতে ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল