একটা ম্যাচ লো-এর দুনিয়া কত বদলে দিয়েছে। হ্যান্ডসাম হেডস্যারের সুখের সংসারে ছোটখাটো চিড়। তাঁর কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলের অন্দরে। জোয়িকম লো জানেন সুইডেন ম্যাচ জিতে গেলে এসব উধাও হয়ে যাবে। তার জন্য বেশ সাবধানী তিনি।
আরও পড়ুন - শেষ ১৬-র আশা রয়েছে, জেনে নিন আর্জেন্টিনার কঠিন অঙ্ক সহজ করে
advertisement
জার্মান কোচ তাঁর চেনা ৪-২-৩-১ ছকেই শনিবার দল নামাবেন। মেক্সিকো ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেও সুইডেনের বিরুদ্ধে শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েসের। গত ম্যাচে লো তিনজন পরিবর্ত ফুটবলার নামান। সুইডেন ম্যাচে সামনে থাকবেন ওয়ার্নার। তাঁর একটু পিছনে মুলার, রয়েস ও ওজিল। তাদের বল জোগানোর দায়িত্বে ক্রুস ও খেদিরার। ডিফেন্সে হুমেলস, বোয়েতাং, কিমিচ। আর প্ল্যাটনহার্ডের জায়গায় ফিরবেন হেক্টর।
খেদিরাকে শুনতে হচ্ছে তাঁর বাড়ি ফেরার টিকিট কেটে রাখা আছে। ওজিলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাথুউজের মতো কিংবদন্তীরা। সমালোচনায় বিদ্ধ একটা দল জানে তারা জার্মান। তাঁদের স্পিডে বিপক্ষ বাজিমাত হয় এবার তাদের প্রয়োজন ফিনিশারের ৷