নিউজ ১৮ বাংলা . কমের সঙ্গে কথা বলতে গিয়ে অকপটভাবে ধরা দিলেন ময়দানের এই অভিজ্ঞ প্রশাসক ৷ ‘‘অঞ্জনবাবু মোহনবাগান ক্লাবের ছিলেন, দূরত্ব সেই সুবাদে ছিল নিঃসন্দেহে ৷ মোহনবাগান-ইস্টবেঙ্গলের জন্য মতপার্থক্য ছিল ৷ তবে একটা জায়গায় আমরা একমত ছিলাম সেটা ওঁর ফুটবল প্রমোট করা ৷ উনি ফুটবলকে সবার আগে রাখতেন ৷ এই জায়গাতেই একসঙ্গে লড়াই করতাম ৷ আইএসএলে -র প্রশ্নেও উনি অনড় ছিলেন ফ্রাঞ্চাইজি হিসেবে খেলবে না মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ ’’
advertisement
আরও পড়ুন - ‘বাবা-মায়ের পরে আমার জীবনে যাঁর প্রভাব সবচেয়ে বেশি তিনি অঞ্জন মিত্র’- দেবাশিস দত্ত
‘‘ক্রিকেট-হকি সব খেলাকেই মাথায় রেখেও উনি সবসময় বলতেন ফুটবলই এই দুই ক্লাবে অস্তিত্ব , ফুটবল থাকলেই ইস্টবেঙ্গল -মোহনবাগান থাকবে ৷ ওঁনার প্রশাসনিক ক্ষমতা ছিল নিঃসন্দেহে দারুণ ৷ ’’
ব্যক্তিগত সম্পর্ক খুব বেশি না থাকলেও অঞ্জন মিত্রের যে গুণকে কুর্নিশ করছেন নীতুদা তা হল নিজের সিদ্ধান্তে অনড় থাকতেন ৷ অর্থাৎ কোনও বিষয়ে কোনও সিদ্ধান্ত নিলে তা নিয়ে আত্মবিশ্বাসী থাকতেন , ফলে আজ একটা আবার কাল আরেকটা কথা বলতেন না ৷
আরও দেখুন