বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ। বৃষ্টির কারণে মাঠের পরিস্থিতি খুব খারাপ। সাইড লাইনে জমে রয়েছে জল। এই পরিস্থিতিতে মাঠে বল গড়ানোই গেল না। রবিবার যে ম্যাচ বাতিল হয়েছে তা পরে কবে খেলা হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি আইএফএ ৷
লিগের ভাগ্য নির্ধারণের জন্য রবিবারের দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এক তো ইস্টসবেঙ্গল বনাম কাস্টমস। অন্যদিকে ইস্টবেঙ্গলের সঙ্গে লিগ শীর্ষে থাকা পিয়ারলেস বনাম জর্জ টেলিগ্রাফ। দু'টি ম্যাচের ফলাফলেই ঠিক হয়ে যেতো এবারের কলকাতা লিগ কার দখলে যাবে। যদিও লিগ জয়ের দৌড়ে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে ছিল জহর দাসের পিয়ারলেস। এদিন ক্রোমার জোড়া গোলে পিয়ারলেস জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জিতে যায় ৷ তবে এদিন জিতে গেলেও ৬১ বছরের ইতিহাস ভাঙা হল না তাদের ৷ কারণ ইস্টবেঙ্গল ম্যাচের পরিবর্তিত দিনে হওয়ায় এখনও তাদের সরকারিভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাচ্ছে না ৷
advertisement
আরও পড়ুন- শ্বশুরবাড়ি থেকে জোর করে বের করা হয়েছে তাঁকে,বিস্ফোরক ঐশ্বর্য
এরপর যদি পরিবর্তিত দিনের খেলায় ইস্টবেঙ্গল ৭ গোলে জেতে ৷ তাহলে ৪০ বার কলকাতা ফুটবল লিগ জিতবে এই দল ৷
আজ ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল হলেও বারাসাত স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফকে দু’গোলে হারিয়ে ইতিহাস গড়ার পথে পিয়ারলেস। বলা যায়, ইতিহাস গড়েই ফেলেছে জহর দাসের ছেলেরা। কারণ ইস্টবেঙ্গলকে যদি লিগ জিততে হয় তাহলে সাত গোলের ব্যবধানে প্রতিপক্ষ কাস্টমসকে হারাতে হবে। যা একরকম ভাবেই অসম্ভবের চেয়ে কিছু কম নয়, মত বিশেষজ্ঞদের।
অন্যদিকে লিগ জয়ের ক্ষীণ আশা নিয়েই কালীঘাটের বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান। ওই ম্যাচে কালীঘাটকে তিন গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেছে এফ কে ফাইজ। একটি গোল করেন চামারো।
আরও দেখুন