বিয়ে হয়েছিল ঢাকঢোল বাজিয়ে ৷ কিন্তু বিয়ে টিকল না ৷ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ঐশ্বর্য-র ৷ Photo- Representive
advertisement
2/5
লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের ছেলের বউ ঐশ্বর্য মারাত্মক অভিযোগ এনেছেন নিজের শ্বশুর বাড়ির বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ তিনি যে বাড়ি ছেড়েছেন তার কারণ তাঁর শ্বশুরবাড়ির লোক তাঁকে বাড়ি ছাড়তে ব্যধ্য করেছে ৷ Photo- File
advertisement
3/5
এদিকে কাদা ছোঁড়াছুঁড়ি শুধু একদিকেই হচ্ছে তা নয়, রাবড়ি দেবীও মারাত্ম অভিযোগ এনেছেন তাঁর পুত্রবধূর বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ শুধুশুধু তিনি ছেলের বউকে বাড়ি থেকে বার করে দেননি ৷ তাঁর জীবননাশের ভয়ে তাঁকে বাড়ি থেকে বার করে দিয়েছেন ৷ Photo- File
advertisement
4/5
এদিকে দুই বাড়ির মধ্যে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছে ৷ এদিন রাবড়িদেবী যে বাড়িতে থাকেন সেই বাড়িতে ঐশ্বর্য সহ গোটা পরিবার এসে বসেছিলেন ৷ Photo- File
advertisement
5/5
সেখানে নাকি রাবড়িদেবী তাঁকে গায়ে তুলেছেন বলেও মারাত্মক অভিযোগ করেছেন তিনি ৷ Photo- File