TRENDING:

অবিশ্বাস্য ব্যাকভলি রোনাল্ডোর ! চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে রিয়াল

Last Updated:

জুভেন্তাস: ০, রিয়াল মাদ্রিদ: ৩ ( রোনাল্ডো- ৩',৬৪', মার্সেলো ভিয়েরা-৭২')

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুভেন্তাস: ০
advertisement

রিয়াল মাদ্রিদ: ৩ ( রোনাল্ডো- ৩',৬৪', মার্সেলো ভিয়েরা-৭২')

#তুরিন: থামানো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ চ্যাম্পিয়ন্স লিগে দুর্বার গতিতে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদও ৷ বিশ্বের অন্যতম সেরা গোলকিপার জিয়ানলুইগি বুফোঁও আটকাতে পারলেন না সিআরসেভেনকে ৷ রোনাল্ডোর জোড়া গোলে জুভেন্তাসকে তাদের ঘরের মাঠেই পর্যদুস্ত করল রিয়াল ৷ ৩-০ গোলে প্রথম লেগের ম্যাচ জিতে কার্যত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ওঠা নিশ্চিত রোনাল্ডোদের ৷ বিরাট কোনও অঘটন না ঘটলে ইতালির দলের পক্ষে শেষ চারে যাওয়া এখন প্রায় অসম্ভব ৷ 

advertisement

মঙ্গলবার রাতে তুরিনে জুভেন্তাসকে নিয়ে প্রায় ছেলে খেলাই করে রিয়াল। শুরুতেই এগিয়ে যায় দলটি। ম্যাচের ৩ মিনিটেই ইসকোর পারফেক্ট ক্রস থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনাল্ডো। এ নিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপ সেরা টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়লেন তিনি। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে পরক্ষণেই মরিয়া আক্রমণ চালায় জুভেন্তাস। ৭ মিনিটে গোল শোধ করার সুযোগও পায় তারা। তবে সেই সুযোগ ব্যর্থ হয়ে যায়। গোটা ম্যাচেই গোলের অসংখ্য সুযোগ নষ্ট করে জুভেন্তাস ৷ কিন্তু এসবের মধ্যেও  ‘মোমেন্ট অফ দ্য ম্যাচ’ কিন্তু রোনাল্ডোর ব্যাকভলিতে করা দুর্দান্ত দ্বিতীয় গোলটিই ৷ গোলটি কেমন হয়েছে দেখে নিন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
অবিশ্বাস্য ব্যাকভলি রোনাল্ডোর ! চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে রিয়াল