TRENDING:

হেরেও বাঙালির হিরো হল ক্রোটরা !

Last Updated:

অনেক আশা জাগিয়ে ফাইনালে পৌঁছয় ক্রোয়েশিয়া ৷ আশা দেখেছিলেনও বাঙালি ফুটবলপ্রেমীরা ৷ মদ্রিচ, পেরিসিচদের মধ্যে নিজেদের হারিয়ে যাওয়া ফুটবল গৌরব খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন পাড়ার বাবুদা, বুড়োদারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেক আশা জাগিয়ে ফাইনালে পৌঁছয় ক্রোয়েশিয়া ৷ আশা দেখেছিলেনও বাঙালি ফুটবলপ্রেমীরা ৷ মদ্রিচ, পেরিসিচদের মধ্যে নিজেদের হারিয়ে যাওয়া ফুটবল গৌরব খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন পাড়ার বাবুদা, বুড়োদারা ৷ ইস্টবেঙ্গল-মোহনবাগানের লড়াইয়ে যারা গলা ফাটান, স্বপ্ন দেখেন তাঁদের দেশ কোনও না কোনও দিন ফুটবল বিশ্বযুদ্ধে সামিল হবেন, তাদের জন্য ক্রোটরাই ছিল সেরা বাজি ৷
advertisement

আরও পড়ুন রাজনৈতিক অস্থিরতায় যখন ত্রাতা ফুটবল, ক্রোট-বেলজিয়াম এবং...

বাংলায় হয়ত ফরাসি প্রভাব আছে, বিশেষ করে চন্দননগরে ফরাসিদের উপনিবেশের জন্য ৷ কিন্তু ফুটবল বিশ্বযুদ্ধে সেই আবেগ বিশেষ পাত্তা পায়নি ৷ উল্টে ক্রোটদের লড়াইয়ের সঙ্গে অনেক বেশি একাত্ববোধ করেছিল বাঙালি ৷ কমিউনিস্ট যুগোস্লাভিয়া ভেঙে তৈরি ক্রোয়েশিয়া ৷ কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ক্রোটরাও ৷ সঙ্গে জুড়েছে দেশভাগের যন্ত্রণা ৷ সামাজিক ও রাজনৈতিক ভাবে নিজেদের সঙ্গে ক্রোটদের অনেক মিল খুঁজে পেয়েছে বাঙালি  ৷ তাই তো ফ্রান্স নয়, বিশ্বকাপের রাতে তাদের সমর্থন পেয়েছিল ক্রোয়েশিয়া ৷ ক্রোয়েশিয়ার গোলকিপার সুবাসিচ হয়ে উঠেছিলেন বাঙালির 'সুভাশিষ' !

advertisement

আরও পড়ুন মস্কোয় যেন রিও-র পুনরাবৃত্তি, মেসির মতোই ট্র্যাজিক হিরো আরেক ‘এলএম টেন’ মদরিচও

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

আর একটা বিষয় বলতে হচ্ছে, শুধু বাঙালি কেন, ভারতীয়রাও হয়ত বিশ্বকাপের রাতে ক্রোটদের দিকেই ঝুঁকেছিল ৷ যেই জাতির হিরো কর্ণ, যাদের মুখে মুখে হার কে জিতনেওয়ালো কো বাজিগর কেহতে হ্যায়র মতো ডায়লগ ঘোরে, তাদের তো আন্ডারডগই প্রিয় হবে ৷ তাই হেরে কাঁদিয়ে গেলেও বাঙালি তথা ভারতীয়দের কাছে ক্রোয়েশিয়া হিরোর তকমাই পেল ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
হেরেও বাঙালির হিরো হল ক্রোটরা !