আরও পড়ুন রাজনৈতিক অস্থিরতায় যখন ত্রাতা ফুটবল, ক্রোট-বেলজিয়াম এবং...
বাংলায় হয়ত ফরাসি প্রভাব আছে, বিশেষ করে চন্দননগরে ফরাসিদের উপনিবেশের জন্য ৷ কিন্তু ফুটবল বিশ্বযুদ্ধে সেই আবেগ বিশেষ পাত্তা পায়নি ৷ উল্টে ক্রোটদের লড়াইয়ের সঙ্গে অনেক বেশি একাত্ববোধ করেছিল বাঙালি ৷ কমিউনিস্ট যুগোস্লাভিয়া ভেঙে তৈরি ক্রোয়েশিয়া ৷ কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ক্রোটরাও ৷ সঙ্গে জুড়েছে দেশভাগের যন্ত্রণা ৷ সামাজিক ও রাজনৈতিক ভাবে নিজেদের সঙ্গে ক্রোটদের অনেক মিল খুঁজে পেয়েছে বাঙালি ৷ তাই তো ফ্রান্স নয়, বিশ্বকাপের রাতে তাদের সমর্থন পেয়েছিল ক্রোয়েশিয়া ৷ ক্রোয়েশিয়ার গোলকিপার সুবাসিচ হয়ে উঠেছিলেন বাঙালির 'সুভাশিষ' !
advertisement
আরও পড়ুন মস্কোয় যেন রিও-র পুনরাবৃত্তি, মেসির মতোই ট্র্যাজিক হিরো আরেক ‘এলএম টেন’ মদরিচও
আর একটা বিষয় বলতে হচ্ছে, শুধু বাঙালি কেন, ভারতীয়রাও হয়ত বিশ্বকাপের রাতে ক্রোটদের দিকেই ঝুঁকেছিল ৷ যেই জাতির হিরো কর্ণ, যাদের মুখে মুখে হার কে জিতনেওয়ালো কো বাজিগর কেহতে হ্যায়র মতো ডায়লগ ঘোরে, তাদের তো আন্ডারডগই প্রিয় হবে ৷ তাই হেরে কাঁদিয়ে গেলেও বাঙালি তথা ভারতীয়দের কাছে ক্রোয়েশিয়া হিরোর তকমাই পেল ৷