গৌতম গম্ভীর বলেন, “এই সফর করা মানেই অতীতের ঐতিহ্যকে সম্মান জানানো, আর আমরা ইউকে-তে সবসময় অসাধারণ সমর্থন পেয়ে থাকি।” সিরিজে আপাতত ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে গম্ভীর মনে করেন, ভারত একাধিক সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ফলাফল ভিন্ন হতে পারত। ছেলেরা যেভাবে লড়াই করেছে তাতে খুশি ভারতীয় কোচ।
গম্ভীর আরও বলেন, “গত পাঁচ সপ্তাহ দুই দেশের জন্যই খুব রোমাঞ্চকর ছিল। আমি নিশ্চিত, যেভাবে খেলা হয়েছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীকে গর্বিত করেছে। উভয় দলই একে অপরকে জোরালো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এবং প্রতি ইঞ্চি জায়গার জন্য লড়েছে। এখন আমাদের সামনে একটিমাত্র সুযোগ রয়েছে দেশকে গর্বিত করার জন্য।” নিজের বক্তব্য শেষ করার আগে গম্ভীর বলেন, “আরও এক সপ্তাহ বাকি। একটি চূড়ান্ত প্রয়াস। দেশকে গর্বিত করার শেষ সুযোগ। জয় হিন্দ।”
advertisement
আরও পড়ুনঃ IND Vs ENG: সকলকে অবাক করে প্রথম একাদশে ফিরছেন তিনি! শেষ টেস্টে ভারতীয় দলে একের পর এক বদল!
ভারতের হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী বলেন, ভারতীয় দলের লড়াইয়ের মানসিকতা ‘নতুন ভারত’-এর প্রতিচ্ছবি। তিনি জানান, এই সিরিজে ক্রিকেটের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে – পাঁচ দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, যা ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।