TRENDING:

FIFA World Cup Draw : ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের ড্র আজ, ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে পড়তে পারে? ড্রয়ের আগে দেখে নিন হিসেব

Last Updated:

Fifa World Cup 2026 : ২০২৬ সালের জুন মাসে আমেরিকায় আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ স্পেশাল। কারণ এই প্রথম ফুটবল বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ। তার আগে আজ রাতে ওয়াশিংটনে হবে বিশ্বকাপের ড্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ২০২৬ সালের জুন মাসে আমেরিকায় আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ স্পেশাল। কারণ এই প্রথম ফুটবল বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ। তার আগে আজ রাতে ওয়াশিংটনে হবে বিশ্বকাপের ড্র। ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেওয়া দেশগুলোর ভাগ্য নির্ধারণের দিন আজ। কোন দল কোন গ্রুপে পড়বে, কোন দলের বিশ্বকাপ অভিযান কেমন হতে চলেছে—সব কিছুর আভাস আজই পাওয়া যাবে।
News18
News18
advertisement

শুক্রবার ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে হবে এই জমকালো ড্র। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায় অর্থাৎ ভারতীয় সময় রাত সাড়ে ১১টায়। ফিফা জানিয়েছে, ড্রয়ের পরদিন, অর্থাৎ শনিবার (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে। ড্র অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে।

advertisement

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে। এর মধ্যে ৪২ দলের জায়গা নিশ্চিত। বাকি ছটি দল চূড়ান্ত হবে আগামী মার্চে ইউরোপিয়ান প্লে অফ ও আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে। তবে তারা কে কোন গ্রুপে পড়বে, সেটা জানা যাবে আজকের গ্রুপ নির্ধারণী অনুষ্ঠান শেষে।

আরও পড়ুন- মাঠে ঢুকে কোহলির পা জড়ানো…! আরামবাগের শৌভিকের কাণ্ড দেখে ভয় পেলেন বর্ধমানের ঋতুপর্ণ

advertisement

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় হবে এবারের বিশ্বকাপ।

আয়োজক: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র

উয়েফা (ইউরোপ): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড

এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান

সিএএফ (আফ্রিকা): আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া

advertisement

কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): কুরাসাও, হাইতি, পানামা

কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওএফসি (ওশেনিয়া): নিউজিল্যান্ড।

৪৮ দলকে ভাগ করা হয়েছে চার পটে। প্রত্যেক পটে থাকছে ১২টি করে দল

বিশ্বকাপের ড্রয়ের পট-

পট ১ : কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি

advertisement

পট ২ : ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া

পট ৩ : নরওয়ে, পানামা, মিসর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরিকোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা

পট ৪ : জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং প্লে-অফ থেকে আসা ৬টি দল

সেরা ভিডিও

আরও দেখুন
বারুইপুরের স্কুল থেকে গ্যাস সিলিন্ডার-বাসন চুরি! কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছে মিড ডে মিল
আরও দেখুন

উল্লেখ্য, ২০২২ সালে সর্বশেষ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

বাংলা খবর/ খবর/খেলা/
FIFA World Cup Draw : ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের ড্র আজ, ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে পড়তে পারে? ড্রয়ের আগে দেখে নিন হিসেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল