Virat Kohli : মাঠে ঢুকে কোহলির পা জড়ানো...! আরামবাগের শৌভিকের কাণ্ড দেখে ভয় পেলেন বর্ধমানের ঋতুপর্ণ, 'পাগল ভক্ত' এমনই হয়!
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
Virat Kohli : সেদিনের ঋতুপর্ণ পাখিরার মতোই কাণ্ড ঘটালেন এবার শৌভিক মুর্মু। রাঁচিতে শৌভিক মাঠে ঢুকে বিরাট কোহলির পা জড়িয়ে ধরলেন।
রাঁচি : তিনিও ঠিক একই কাজ করেছিলেন ইডেনে। সেদিনের কথা এখনও অনেকের মনে আছে ভালমতো। একটি ছেলে ইজেনের ফেন্সিং টপকে লাফিয়ে পড়ল মাঠে, তার পর ছুটে গেল বিরাট কোহলির দিকে। কোহলির পা জড়ালেন, বিরাট তাঁকে বুকে জড়িয়ে কিছু একটা বললেন কানে কানে। সেই আইপিএলের ঘটনার স্মৃতি এখনও অনেকের মন টাটকা।
সেদিনের ঋতুপর্ণ পাখিরার মতোই কাণ্ড ঘটালেন এবার শৌভিক মুর্মু। আর শৌভিকের কাণ্ড দেখে ঋতুপর্ণ বললেন, ”টিভিতেই দেখেছিলাম একটা ছেলে বিরাট স্যারকে গিয়ে নমস্কার করছে। প্রথমে মনে হয়েছিল আমার মতো এরকম বিরাটের পাগল ভক্ত আরও আছে। তবে তার কিছুক্ষণের মধ্যেই ভয় লাগতে শুরু করে। কারণ অনেক সাংবাদিক আমাকে ফোন করা শুরু করে। প্রাথমিকভাবে ছেলেটির চেহারা দেখে অনেকেই ভেবেছিল আমি আবার ঢুকে পড়েছি মাঠে। আসলে ওর চুলের স্টাইলটা আমার মতোই অনেকটা। তাই অনেকেই ভেবেছিল আমি আবার কোহলিকে প্রণাম করতে মাঠে ঢুকেছি। আসলে সামনের ১৫ তারিখ আমার কেসের শুনানি রয়েছে। ভয় পেয়ে গিয়েছিলাম তাই। তবে ছেলেটির পরিচয় জানার পর আমার ভয় কেটেছে।”
advertisement
ঋতুপর্ণ আরও বলেন, ”এইটুকু বলতে পারি পাগল ভক্ত না হলে এই কাজ করা যায় না। ছেলেটির এর আগেও অনেকবার বিরাটের জন্য অনেক কিছু করেছে বলে শুনলাম। সাইকেল নিয়ে বেঙ্গালুরু গিয়েছিল।”
advertisement
ঋতুপর্ণ আরও বলেন, ”আমার একটা জিনিস খারাপ লেগেছে, ও নমস্কার করার সময় বিরাটের ব্যাট ওর পায়ে লাগে। এটা করা উচিত নয়। কারণ ওই ব্যাটের জন্যেই বিরাট কোহলি আজ ভগবান। ওইটুকু ছাড়া বাকি সমর্থন রয়েছে।”
advertisement
তিনি আরও বলেন, ”একটা কথা বলতে পারি এই কাজটি করার সময় জীবনের সব কিছু ভুলে যেতে হয়। মা-বাবা বন্ধু-বান্ধব ভবিষ্যৎ কোনও কিছু মনে না রেখে শুধু বিরাটের জন্য পাগলামি প্রয়োজন হয়। আমিও সব ভুলে কাজটা করেছিলাম। কারণ মুহূর্তটা পাওয়ার পর আমার ভবিষ্যৎ কী হবে? সত্যিই জানা নেই। তবে এ ঘটনা না করাই উচিত বলে আমার এখন মনে হয়। ইচ্ছে আছে ওর সঙ্গে কথা বলার। ফোন নাম্বার পেলে আমাকে দেবেন আমি কথা বলব। আরেকটা জিনিস দেখলাম ছেলেটিকে ঝাড়খণ্ডের পুলিশ ছেড়ে দিয়েছে। কোন কেস হয়নি শুনলাম। এটা সত্যিই ভাল খবর।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 3:03 PM IST

