মার্টিনেজ ফেসবুক পোস্টে জানিয়েছেন আগামি ৩ জুলাই থেকে ৫ জুলাই কলকাতা সফরে থাকবেন তিনি। নিজের একাধিক কর্মসূচির কথাও জানিয়েছেন বিশ্বজয়ী গোলকিপার। পোস্টে এমি জানিয়েছেন,”হ্যালো সবাইকে, আমি ৩রা জুলাই থেকে ৫ই জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখাবে মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব। মাঠ পরিদর্শন করব, ফুটবলের প্রচার করব, এছাড়া অনেক অনুষ্ঠান রয়েছে যেখানে যোগ দেব।। আমি জানি কলকাতা এবং বাংলাদেশের প্রচুর আর্জেন্টিনার ভক্ত রয়েছে এবং আমি তাদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।” শেষে মার্টিনেজ লিখেছেন,“আমি তোমাদের ভালবাসি।”
advertisement
জানা গিয়েছে মোহনবাগান ক্লাবে এমিলিয়ানো মার্টিনেজের শুধু প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেওয়া ও সংবর্ধনা পাওয়া ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে। মোহনবাগানে ক্লাবে পেলে, দিয়েগো মারাদোনা এবং গ্যারি সোবার্সের নামে যে গেট রয়েছে তার উদ্বোধন করবেন মার্তিনেস। কিছু ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনার সঙ্গে কথা বলার পাশাপাশি ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন।
আরও পড়ুনঃ MS Dhoni: রোহিত-কোহলি-হার্দিকদের পক্ষে ভাঙা অসম্ভব! আইপিএল চ্যাম্পিয়ন ধোনি গড়লেন একাধিক রেকর্ড
প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে দুরন্ত সেভ করে আর্জেন্টিনাকে সেমি ফাইনালে তুলেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে এক্সট্রা টাইমের শেষ মুহূর্তে মার্টিনেজের দুরন্ত সেভেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুরন্ত সেভ দেন এমি। মেসির বিশ্বজয়ের স্বপ্নপূরণের অন্যতম নায়ককে হাতের নাগালে পাওয়ার অপেক্ষায় দিন গোনা শুরু তিলোত্তমার ফুটবল প্রেমিদের।