ফিফা সম্প্রতি কাতারে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফুটবলের টিকিটের যে তথ্য সকলের কাছে তুলে ধরেছে, সেখানে দেখা যাচ্ছে ২০১৮ সালের রাশিয়ার বিশ্বকাপ ফুটবলের থেকে কাতারের বিশ্বকাপ ফুটবলের টিকিটের চাহিদা অনেক বেশি। ২০১৮ সালের রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের টিকিটের দাম ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৮১,৮১০.৯৬ টাকা, যে ম্যাচে ফ্রান্স (France) জয়লাভ করে তুলে নিয়েছিল ফুটবল বিশ্বকাপ ২০১৮-এর খেতাব।
advertisement
আরও পড়ুন: ‘‘শরীর আর দিচ্ছে না, এই বছরের পর আর খেলব না’’ অবসর নিতে চান সানিয়া মির্জা
কাতারে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর লুসেইল স্টেডিয়ামে। সেই ফাইনাল ম্যাচের টিকিটের দাম ৫,৮৫০ কাতারি রিয়ালস অর্থাৎ প্রায় ১,১৯,৫১৯.৭৪ টাকা। রাশিয়ার ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের টিকিটের দামের থেকে প্রায় ৪৬ শতাংশ বেশি কাতারে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচের টিকিটের দাম। এর থেকেই পরিষ্কার যে, কাতারে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপ ২০২২ হতে চলেছে সব চেয়ে দামি।
ইউরোপ জুড়ে বিভিন্ন ধরনের ফুটবল ফ্যান গ্রুপ এর জন্য দায়ী করেছে ফিফাকে। তারা অভিযোগ জানিয়েছে যে, কাতারে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম বাড়ানোকে সাপোর্ট করছে ফিফা। এর ফলে কাতারে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপ ২০২২ হতে চলেছে সব চেয়ে দামি ফুটবল বিশ্বকাপ। এর পিছনে পরোক্ষ মদত রয়েছে ফিফার। এক নজরে দেখে নেওয়া যাক, ২০১৮ সালে রাশিয়ার বিশ্বকাপ ফুটবল ম্যাচের টিকিটের দাম এবং ২০২২ সালে অনুষ্ঠিত হতে চলা কাতারের বিশ্বকাপ ফুটবল ম্যাচের টিকিটের দাম।
আরও পড়ুন: মারিও ম্যাজিকে ১১ ম্যাচ পরে আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল
ওপেনিং ম্যাচ
২০১৮ রাশিয়া - ৪০,৯০৬.৫২ টাকা, ২৯,০০৪.৮৯ টাকা, ১৬,৩৬১.৭৩ টাকা
২০২২ কাতার - ৪৫,৯৬০.৬৬ টাকা, ৬৫,৪৪৫.৬০, ২২,৪৫৯.৭৪ টাকা
অন্যান্য গ্রুপ - স্টেজ গেম
২০১৮ রাশিয়া - ১৫৬১৭.৭০ টাকা, ১২,২৭১.০৫ টাকা, ৭,৮০৮.৮৫ টাকা
২০২২ কাতার - ১৬,৩৬১.৪০ টাকা, ১২,২৭১.০৫ টাকা, ৫,১৩১.৫৩ টাকা
শেষ ১৬
২০১৮ রাশিয়া - ১৮,২২০.৬৫ টাকা, ১৩,৭৫৮.৩৭ টাকা, ৮,৫৫২.৫৫ টাকা
২০২২ কাতার - ১৪,২২০.৫৫ টাকা, ১৫,৩২০.২২ টাকা, ৭,১৩৯.৫২ টাকা
কোয়ার্টার ফাইনাল
২০১৮ রাশিয়া - ২৭,১৪৫.০৫ টাকা, ১৮,৯৬৪.৩৫ টাকা, ১৩,০১৪.৭৫ টাকা
২০২২ কাতার - ৩৬,১৪৩.৮২ টাকা, ২১,৪১৮.৫৬ টাকা, ১৫,৩২০.২২ টাকা
সেমি ফাইনাল
২০১৮ রাশিয়া - ৫৫,৭৭৭.৫০টাকা, ৩৫,৬৯৭.৬০ টাকা, ২১,১৯৫.৪৫ টাকা
২০২২ কাতার - ৭১,০৯৭.৭২ টাকা, ৪৯,০০৯.৮৩ টাকা, ২৬,৫৫০.০৯ টাকা
তৃতীয় স্থানের জন্য খেলা
২০১৮ রাশিয়া - ২৭,১৪৫.০৫ টাকা, ১৮,৯৬৪.৩৫ টাকা, ১৩,০১৪.৭৫ টাকা
২০২২ কাতার - ৩১,৬৮১.৬২ টাকা, ২২,৪৫৯.৭৪ টাকা, ১৫,৩২০.২২ টাকা
ফাইনাল
২০১৮ রাশিয়া - ৮১,৮০৭ টাকা, ৫২,৮০২.৭০ টাকা, ৩৩,৮৩৮.৩৫ টাকা
২০২২ কাতার - ১,১৯,৫১২.৫৯ টাকা, ৭৪,৫৯৩.১১ টাকা, ৪৪,৯১৯.৪৮ টাকা