অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা ম্যাল। চকবাজার থেকে চৌরাস্তাজুড়ে শুধুই আর্জেন্টিনার পতাকায় ছয়লাপ। বিক্রি বাড়ছে আর্জেন্টিনার জার্সি, পতাকার।
আরও পড়ুন- বিশ্বকাপ মিটলেই বাংলাদেশে যাবেন লিওনেল মেসি! বিরাট খবর ফুটবল ভক্তদের জন্য
পাহাড় আগামীকাল আর্জেন্টিনার পাশে। মেসি, ডি'মারিয়া, আলভারেজদের জন্যে গলা ফাটাবে। ফ্রান্সের বিরুদ্ধে এগিয়ে আর্জেন্টিনা, বলছে মেসি ফ্যানরা। আগামীকাল ম্যালে জায়েন্ট স্ক্রিণে ম্যাচ দেখানো হবে। অংশ নেবেন পর্যটকরাও।
advertisement
উৎসবের আবহ পাহাড়ে। পাল্লা দিচ্ছে সমতলের শিলিগুড়িও। ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, ইংল্যাণ্ড বিদায় নিয়েছে। এখন শহর চাইছে মেসির হাতেই উঠুক বাইশের বিশ্বকাপ। সেই স্বপ্নে শহরজুড়ে মারাদোনা ও মেসির কাটআউট ঝুলিয়েছে শিলিগুড়ি আর্জেন্টাইন ফ্যানের সদস্যরা।
ফুটবল উন্মাদনায় শহরবাসীকে বিশেষ উপহার দিচ্ছে পুরসভা। বাঘাযতীন পার্কে জায়েন্ট স্ক্রিণ বসাচ্ছে পুরসভা। পার্কে বিভিন্ন দেশের জাতীয় পতাকা ঝুলছে। আয়োজন করা হচ্ছে ফুটবল নিয়ে ক্যুইজের। ১৯৩২ সাল থেকে ১৯১৮ পর্যন্ত বিশ্বকাপের সেরা মূহূর্তের ঝলক দেখানো হবে জায়েন্ট স্ক্রিণে।
সন্ধ্যে সাড়ে ৬টায় খুলে যাবে বাঘাযতীন পার্কের গেট। প্রথমে ফুটবল নিয়ে ক্যুইজের আয়োজন করা হবে। বিজয়ীদের হাফ টাইমে পুরস্কৃত করা হবে। মেয়র, ডেপুটি মেয়র উপস্থিত থাকবেন। ফুটছে আর্জেন্টিনার সমর্থকেরা। তবে ফাইনালে মেয়র গৌতম দেবের বাজি ফ্রান্সের এমবাপে।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের আগে হোটেলের ঘরে একা নন মেসি! সঙ্গে তা হলে কে!
তিনি বলেন, প্রিয় দল ব্রাজিল বিদায় নিয়েছে। এবারে মেসিও ভালো খেলছে। দেশেএর জন্যে প্রতি ম্যাচেই দুরন্ত পারফরমেন্স করেছে। ফাইনালেও ভালো খেলবে। মেসির খেলাতেও মুগ্ধ মেয়র।
দার্জিলিংয়ের আর্জেন্টিনার সমর্থক লোকেশ,বিকাশ থেকে শিলিগুড়ির অরিজিৎ মণ্ডলেরা সেলিব্রেশনের অপেক্ষায়। আজ থেকেই ফুটবল নিয়ে মেতে উঠেছে শহর। শিলিগুড়ি আর্জেন্টাইন ফ্যানের সদস্য সৌরভ বসু, স্বস্তিক সাহা, গৌরবরা জানায়, গোটা শহরেই মারাদোনা ও মেসির কাট আউট থাকছে। ২০১৮-তে হয়নি। এবারে স্বপ্নপূরণ হবে, আশায় নীল-সাদার সমর্থকেরা।