TRENDING:

বিশ্বকাপের উন্মাদনা দার্জিলিংয়ে, ফাইনালের দিন ম্যালে থাকবে বিশেষ আয়োজন

Last Updated:

Fifa World Cup 2022 Final: পাহাড় থেকে সমতল, বিশ্বকাপ ফাইনাল ঘিরে সব জায়গায় উন্মাদনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: রবিবার বিশ্বফুটবলের মহারণ। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। ফুটবল ঘিরে উন্মাদনা, আবেগে পাহাড় থেকে সমতলে। শীতের ঠাণ্ডায় শৈলশহরে উত্তাপ বাড়িয়েছে বিশ্বকাপ ফুটবল। ম্যাল চত্বর সেজে উঠেছে ফুটবলের উন্মাদনায়।
advertisement

অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা ম্যাল। চকবাজার থেকে চৌরাস্তাজুড়ে শুধুই আর্জেন্টিনার পতাকায় ছয়লাপ। বিক্রি বাড়ছে আর্জেন্টিনার জার্সি, পতাকার।

আরও পড়ুন- বিশ্বকাপ মিটলেই বাংলাদেশে যাবেন লিওনেল মেসি! বিরাট খবর ফুটবল ভক্তদের জন্য

পাহাড় আগামীকাল আর্জেন্টিনার পাশে। মেসি, ডি'মারিয়া, আলভারেজদের জন্যে গলা ফাটাবে। ফ্রান্সের বিরুদ্ধে এগিয়ে আর্জেন্টিনা, বলছে মেসি ফ্যানরা। আগামীকাল ম্যালে জায়েন্ট স্ক্রিণে ম্যাচ দেখানো হবে। অংশ নেবেন পর্যটকরাও।

advertisement

উৎসবের আবহ পাহাড়ে। পাল্লা দিচ্ছে সমতলের শিলিগুড়িও। ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, ইংল্যাণ্ড বিদায় নিয়েছে। এখন শহর চাইছে মেসির হাতেই উঠুক বাইশের বিশ্বকাপ। সেই স্বপ্নে শহরজুড়ে মারাদোনা ও মেসির কাটআউট ঝুলিয়েছে শিলিগুড়ি আর্জেন্টাইন ফ্যানের সদস্যরা।

ফুটবল উন্মাদনায় শহরবাসীকে বিশেষ উপহার দিচ্ছে পুরসভা। বাঘাযতীন পার্কে জায়েন্ট স্ক্রিণ বসাচ্ছে পুরসভা। পার্কে বিভিন্ন দেশের জাতীয় পতাকা ঝুলছে। আয়োজন করা হচ্ছে ফুটবল নিয়ে ক্যুইজের। ১৯৩২ সাল থেকে ১৯১৮ পর্যন্ত বিশ্বকাপের সেরা মূহূর্তের ঝলক দেখানো হবে জায়েন্ট স্ক্রিণে।

advertisement

সন্ধ্যে সাড়ে ৬টায় খুলে যাবে বাঘাযতীন পার্কের গেট। প্রথমে ফুটবল নিয়ে ক্যুইজের আয়োজন করা হবে। বিজয়ীদের হাফ টাইমে পুরস্কৃত করা হবে। মেয়র, ডেপুটি মেয়র উপস্থিত থাকবেন। ফুটছে আর্জেন্টিনার সমর্থকেরা। তবে ফাইনালে মেয়র গৌতম দেবের বাজি ফ্রান্সের এমবাপে।

আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের আগে হোটেলের ঘরে একা নন মেসি! সঙ্গে তা হলে কে!

advertisement

তিনি বলেন, প্রিয় দল ব্রাজিল বিদায় নিয়েছে। এবারে মেসিও ভালো খেলছে। দেশেএর জন্যে প্রতি ম্যাচেই দুরন্ত পারফরমেন্স করেছে। ফাইনালেও ভালো খেলবে। মেসির খেলাতেও মুগ্ধ মেয়র।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দার্জিলিংয়ের আর্জেন্টিনার সমর্থক লোকেশ,বিকাশ থেকে শিলিগুড়ির অরিজিৎ মণ্ডলেরা সেলিব্রেশনের অপেক্ষায়। আজ থেকেই ফুটবল নিয়ে মেতে উঠেছে শহর। শিলিগুড়ি আর্জেন্টাইন ফ্যানের সদস্য সৌরভ বসু, স্বস্তিক সাহা, গৌরবরা জানায়, গোটা শহরেই মারাদোনা ও মেসির কাট আউট থাকছে। ২০১৮-তে হয়নি। এবারে স্বপ্নপূরণ হবে, আশায় নীল-সাদার সমর্থকেরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের উন্মাদনা দার্জিলিংয়ে, ফাইনালের দিন ম্যালে থাকবে বিশেষ আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল