ভারতীয় সময় রাত ৮.৩০ থেকে শুরু হতে চলেছে মেগা ফাইনাল। তার আগেই চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের তরফে বলা হচ্ছে এমন অনুষ্ঠান হবে যা মনে রাখবে সারা বিশ্ব। ম্যাত শুরুর দেড় ঘণ্টা আগে সকল দর্শকদের মাঠে আসার কথা বলা হয়েছে। তবে কখন থেকে শুরু হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান সেই সম্পর্কে নিশ্চিৎ করে এখনও কিছু জানানো হয়নি।
advertisement
অনুষ্ঠানে বিশ্বকাপের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়ে ‘আ নাইট টু রিমেম্বার’ একটি গান চালানো হবে। এছাড়া বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা। এর পর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা এবং গিমস। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচবেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। সঙ্গে থাকবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা দীপিতা পাদুকোনেরও।
আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালে টাকার বৃষ্টি, চ্যাম্পিয়ন-রানার্স দলের হবে কত লক্ষীলাভ
কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সকলের নজর কেড়েছিল। এবার শেষের অনুষ্ঠানেও বিশ্ব দরবারে আরও একবার নিজেদের ছাপ ছাড়তে প্রস্তুত কাতার। সবজু গালিচার মহারণের আগে ক্লোসিং সেরেমনি নিয়েও উঙসাহ তুঙ্গে ফুটবল প্রেমিদের মধ্যে।