ফিফার (FIFA) পাশাপাশি উয়েফাও রাশিয়ার সমস্ত ক্লাবকে সাসপেন্ড করেছে৷ এ দিনই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের বাদ দেওয়ার আবেদন জানিয়েছিল৷ তার পরেই এই সিদ্ধান্তের কথা জানায় ফিফা এবং উয়েফা৷
আরও পড়ুন: মেপে পা ফেলছে দিল্লি, রাশিয়া- ইউক্রেন লড়াইয়ে কেন সাবধানী অবস্থান নিল ভারত?
advertisement
এই মুহূ্র্তে ২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ খেলছিল রাশিয়ার জাতীয় ফুটবল দল৷ আগামী ২৪ মার্চ প্লে অফ পর্বে সেমি ফাইনাল ম্যাচ খেলার কথা ছিল তাদের৷
ফিফা এবং উয়েফার তরফে সোমবার বিবৃতি জারি করে বলা হয়, 'ফিফা এবং উয়েফা সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় এবং ক্লাব স্তরের রাশিয়ার সব দলকেই ফিফা এবং উয়েফা আয়োজিত প্রতিযোগিতা থেকে সাসপেন্ড করা হবে৷ ফুটবল বিশ্ব এ বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে এবং ইউক্রেনের আক্রান্ত মানুষের পাশে রয়েছে৷'
আরও পড়ুন: ইউক্রেনে পাঠরত ছাত্রদের মারধরের কথা ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
বিবৃতিতে আশপ্রকাশ করা হয়েছে, খুব শিগগিরই ইউক্রেনে পরিস্থিতির উন্নতি হবে যাতে ফের ফুটবল মানুষের মধ্যে শান্তি এবং একতা ফেরানোর যোগসূত্র হিসেবে কাজ করতে পারে৷
মহিলাদের ইউরো কাপে নেদারল্যান্ড, সুইডেন এবং সুইৎজারল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্যায়ের খেলা বাকি ছিল রাশিয়ার৷
অন্যদিকে ইউরোপা লিগে শেষ ষোলোর ম্যাচে জার্মানির আরবি লিপজিগের মুখোমুখি হওয়ার কথা ছিল রাশিয়ার ক্লাব স্পার্টাক মস্কো-র৷