TRENDING:

FIFA bans AIFF: ভারতীয় ফুটবলে বড় বদল, CoA ভেঙে দিল , AIFF-র নির্বাচন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

ফুটবলের ফিফার ব্যান তোলার জন্য যা যা করণীয় তা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদনে সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিল নির্বাসন তোলার জন্য যা যা করণীয় সেই পথেই এগোক ভারতীয় ফুটবল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  CoA ভেঙে দিল সুপ্রিম কোর্ট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, এআইএফএফ-এর জেনারেল সেক্রেটারি প্রাত্যহিক কাজকর্ম চালিয়ে যাবেন। এআইএফএফ-এর সভাপতি, সহ সভাপতি কোষাধ্যক্ষ-সহ ২৩ সদস্য থাকবেন। যার সদস্য হবেন  ৬ জন প্রতিষ্ঠিত খেলোয়াড়।
Supreme Court dismantle COA , election of AIFF will be postpond by one week
Supreme Court dismantle COA , election of AIFF will be postpond by one week
advertisement

পাশাপাশি  জানিয়ে দেওয়া হল  ভোটার তালিকা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রাজ্য ফেডারেশনের প্রতিনিধিরা সামিল হবেন। ভারতীয় ফুটবল দলকে নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু। কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেছেন ফুটবলের সঙ্গে দেশের জাতীয় স্বার্থ জড়িয়ে রয়েছে।

আরও পড়ুন - FIFA bans AIFF: ‘‘আমি এই পিটিশন এই জন্যে ফাইল করিনি যে আমি প্রেসিডেন্ট হতে চাই’’ এবার আদালতে ভাইচুং

advertisement

দিন কয়েক আগেই ভারতীয় ফুটবল দলকে নিষিদ্ধ ঘোষণা করে ফিফা। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে সলিসিটার জেনারেল বলেন, "আমাদের দেশের ফুটবলারা খেলার সুযোগ পাবেন না। আমরা দেশে বিশ্বকাপের সুযোগ হারাতে পারি। আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।"

advertisement

তিনি সওয়াল করেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পরিচালন সমিতির নির্বাচনে ভোটার তালিকায় শুধুমাত্র রাজ্য এবং রাজ্য ফেডারেশনের প্রতিনিধিদের থাকা উচিত। তুষার মেহরা বলেন ভোটার তালিকায় খেলোয়াড়দের থাকা উচিত নয়। ভারতের জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় বাইচুং ভুটিয়ার আইনজীবী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান এবং প্রখ্যাত খেলোয়াড়দের ৩৬ সদস্যকে নিয়ে নির্বাচক মন্ডলী তৈরির পক্ষে সওয়াল করেন। সংবিধানের মূল উদ্দেশ্য সুরক্ষিত রাখার আবেদন করেন ভুটিয়ার আইনজীবী।

advertisement

আরও পড়ুন - বিজেপির নবান্ন অভিযান নিয়ে অনিশ্চয়তা!  ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান হবে কিনা সোমবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

ফুটবলের ফিফার ব্যান তোলার জন্য যা যা করণীয় তা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদনে সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিল নির্বাসন তোলার জন্য যা যা করণীয় সেই পথেই এগোক ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর থেকে নির্বাসন উঠিয়ে যাতে অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন ভারত করতে পারে তার জন্য কেন্দ্র সরকারকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷কেন্দ্রের পক্ষ থেকে এই শৈত্যাবস্থা গলিয়ে ভারতীয় ফুটবলকে আবার সঠিক জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা শুরুর কথাও এদিনের শুনানিতে উঠে এসেছে৷

advertisement

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, আমাদের মূল ফোকাস আমাদের দেশ আর এই টুর্নামেন্ট থেকে অনুর্ধ্ব ১৭-রা লাভবান হবে৷ আদালত আরও বলে ‘‘আমরা আবেদন করছি কেন্দ্রকে কার্যকরী ও দ্রুত পদক্ষেপ নিতে এবং নিশ্চিত করতে যাতে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করা যায় এবং এআইএফএফ নির্বাসন তুলে দেওয়া যায়৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

বাংলা খবর/ খবর/খেলা/
FIFA bans AIFF: ভারতীয় ফুটবলে বড় বদল, CoA ভেঙে দিল , AIFF-র নির্বাচন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল