ভারতীয় পেসারদের বলে জোর নেই. এমন একটা বদনাম শোনা যায়। তবে উমরান যেন সেই প্রথা ভেঙে দিয়েছেন। ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বোলিং করা তাঁর কাছে কোনও ব্যাপারই নয়। উমরান মালিক এবারের আইপিএলের নতুন আবিষ্কার। এমনটাই বলছেন অনেকে।
কাশ্মীরের এই তরুণ বোলারকে ভারতের ভবিষ্যত বলে মনে করা হচ্ছে. আগামী সময়ে শীঘ্রই উমরানকে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেখা যেতে পারে বলেও মনে করছেন অনেকে।
advertisement
আরও পড়ুন- আবার ঝাড়খণ্ডের সর্বোচ্চ করদাতা ধোনি, পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে !
কাশ্মীরের ফাস্ট বোলার উমরান মালিক বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফাস্ট বোলারদের একজন। উমরানের ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে ধারাবাহিকভাবে বোলিং করার রেকর্ড রয়েছে।
আইপিএল ২০২২-এর ৮ ম্যাচে এই পেসার এখনও পর্যন্ত ১৫টি উইকেট নিয়েছেন। বর্তমানে পার্পল ক্যাপের তালিকায় যুজবেন্দ্র চাহালের পরেই দ্বিতীয় তিনি। উমরানের মতো একজন পেসার ভারতীয় পেস অ্যাটাককে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন অনেকে।
আশ্চর্যের বিষয়, এই পেসার এখনও ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেকের সুযোগ পাননি। নির্বাচকরা দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয়-এ দলে আইপিএলে অসাধারণ পারফর্ম করা জম্মু ও কাশ্মীরের বিপজ্জনক বোলার উমরান মালিককে বেছে নিয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে দলে নেওয়া হয়নি।
বুমরাহ এবং শামির মতো বেলাারকেও টক্কর দিচ্ছেন উমরান। কিন্তু এখন পর্যন্ত এই বোলারকে টিম ইন্ডিয়াতে খেলানোর জন্য বাছাই করা হয়নি। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হতে পারে এই বোলারের।
উমরান মালিকের বাবা এখনও একটি ফলের দোকান চালান। উমরানের বাবা আবদুল রশিদ সম্প্রতি বলেছিলেন, ছেলের দুর্দান্ত পারফরম্যান্স দেখে বাজারের লোকেরা তাঁকে আরও বেশি সম্মান দিতে শুরু করেছেন।
আরও পড়ুন- ভারতীয় দল থেকে কোহলির বাদ পড়া সময়ের অপেক্ষা! কড়া সিদ্ধান্ত এবার?
উমরানের বাবা তাঁর ছেলেকে ভারতের হয়ে বিশ্বকাপ খেলতে দেখতে চান। উমরানের বাবা বলেছিলেন, ছোটবেলা থেকেই তিনি তাঁর দলের সবচেয়ে জোরে বোলার ছিলেন। তিনি সবসময় একজন মারাত্মক ফাস্ট বোলার হতে চেয়েছিলেন। এমনটাও জানিয়েছেন উমরান।