TRENDING:

Covid 19 hits Cricket Team: করোনার থাবা ইংল্যান্ড ক্রিকেট দলে, অ্যাসেজ চলাকালীন আক্রান্ত ৪

Last Updated:

Covid 19 hits Cricket Team: ইংল্যান্ড দলে করোনা সংক্রমণ হওয়ার পর সমস্ত ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে৷ইংল্যান্ড দলে করোনা সংক্রমণ হওয়ার পর সমস্ত ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন:  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (Australia vs England) মধ্যে অ্যাশেজ সিরিজ   (Ashes Series)  তৃতীয় টেস্ট খেলা চলছে৷  দ্বিতীয় দিনে -র খো আধঘণ্টা দেরিতে শুরু হয়েছে৷ ম্যাচ শুরু হওয়ার পর ইংল্যান্ড দলের চার সদস্য করোনা পজিটিভ  (Covid-19)  হয়েছে৷  এতে দুজন স্পোর্টস স্টাফ এবং দুই ক্রিকেটারের বাড়ির৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনও নাম আসেনি যাঁরা কোভিড পজিটিভ হয়েছেন৷ ইংল্যান্ড দলে করোনা সংক্রমণ হওয়ার পর সমস্ত ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে৷ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে প্রথম একাদশের সমস্ত ক্রিকেটার করোনা  (Covid-19)  নেগেটিভ হওয়ার পরেই মাঠে নামেন৷ করোনা সংক্রমণ শুধু ইংল্যান্ড শিবিরেই হয়নি বরং খেলা সম্প্রচারকারী চ্যানেলের এক কর্মীও পজিটিভ হয়েছেন৷
england camp rocked by 4 covid cases at melbourne ashes test- Photo AP
england camp rocked by 4 covid cases at melbourne ashes test- Photo AP
advertisement

অস্ট্রেলিয়াতে এই  সময়তে করোনা (Covid-19)  আক্রান্তের সংখ্যা প্রবল বাড়ছে৷ এরই জেরে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-র (Australia vs England)  অ্যাসেজ সিরিজে  (Ashes Series) পঞ্চম ও অন্তিম টেস্টের ভ্যেনু পরিবর্তন করতে হয়েছে৷ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (Australia vs England)  পঞ্চম টেস্ট খেলা হবে ১৪ জানুয়ারি থেকে৷ এটা ডে অ্যান্ড নাইট টেস্ট ম্যাচ হবে৷ প্রথমে এই টেস্ট ম্যাচ পারথে হওয়ার কথা ছিল৷ কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের গতি বাড়ার কারণে এই ভ্যেনু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন- India vs South Africa: ছক্কা হাঁকিয়ে মাঠেই শ্রীসান্থের নাচ, হঠাৎই ভাইরাল ভিডিও

পশ্চিম অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে কোয়ারেন্টাইন পিরিয়ড এবং সীমান্ত বন্ধ রাখার কারণে এই ভ্যেনু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ করোনার কেস বাড়লেও এখনও অবধি অস্ট্রেলিয়ায় মাঠে এখন দর্শক ঢোকায় কোনও প্রতিবন্ধকতা জারি করা হয়নি৷ মেলবোর্নের মাঠে হাজার হাজার দর্শক খেলা দেখেছেন৷

advertisement

আরও পড়ুন - IQ: বুদ্ধিতে ছাড়িয়ে গিয়েছে আইনস্টাইনকেও, IQ টেস্টে বাজিমাত ১২ বছরের ব্রিটিশ বালকের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিকে ম্যাচের কথা অনুযায়ি দ্বিতীয় দিনের প্রথম সেশন ইংল্যান্ডের পক্ষে যায়৷ অস্ট্রেলিয়া দল প্রথম পর্বে ৭০ রান করে৷ তাদের ৩ উইকেট পরে৷ লাঞ্চ ব্রেকে অস্ট্রেলিয়া ৪ উইকেট খুইয়ে ১৩১ রান করেন৷ প্রথম ইনিংসের ভিত্তিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে ৫৪ রান পিছনে রয়েছেন৷ দ্বিতীয় দিনে নাইট ওয়াচম্যান ন্যাথন লায়ন ১০, মার্নস লাবুসেন ১ ও স্টিভ স্মিথ ১৬ রান করে আউট হন৷ ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, আলি রোবিনসন এবং মার্ক উড এক এক উইকেট নেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Covid 19 hits Cricket Team: করোনার থাবা ইংল্যান্ড ক্রিকেট দলে, অ্যাসেজ চলাকালীন আক্রান্ত ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল