অস্ট্রেলিয়াতে এই সময়তে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা প্রবল বাড়ছে৷ এরই জেরে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-র (Australia vs England) অ্যাসেজ সিরিজে (Ashes Series) পঞ্চম ও অন্তিম টেস্টের ভ্যেনু পরিবর্তন করতে হয়েছে৷ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (Australia vs England) পঞ্চম টেস্ট খেলা হবে ১৪ জানুয়ারি থেকে৷ এটা ডে অ্যান্ড নাইট টেস্ট ম্যাচ হবে৷ প্রথমে এই টেস্ট ম্যাচ পারথে হওয়ার কথা ছিল৷ কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের গতি বাড়ার কারণে এই ভ্যেনু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
আরও পড়ুন- India vs South Africa: ছক্কা হাঁকিয়ে মাঠেই শ্রীসান্থের নাচ, হঠাৎই ভাইরাল ভিডিও
পশ্চিম অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে কোয়ারেন্টাইন পিরিয়ড এবং সীমান্ত বন্ধ রাখার কারণে এই ভ্যেনু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ করোনার কেস বাড়লেও এখনও অবধি অস্ট্রেলিয়ায় মাঠে এখন দর্শক ঢোকায় কোনও প্রতিবন্ধকতা জারি করা হয়নি৷ মেলবোর্নের মাঠে হাজার হাজার দর্শক খেলা দেখেছেন৷
আরও পড়ুন - IQ: বুদ্ধিতে ছাড়িয়ে গিয়েছে আইনস্টাইনকেও, IQ টেস্টে বাজিমাত ১২ বছরের ব্রিটিশ বালকের
এদিকে ম্যাচের কথা অনুযায়ি দ্বিতীয় দিনের প্রথম সেশন ইংল্যান্ডের পক্ষে যায়৷ অস্ট্রেলিয়া দল প্রথম পর্বে ৭০ রান করে৷ তাদের ৩ উইকেট পরে৷ লাঞ্চ ব্রেকে অস্ট্রেলিয়া ৪ উইকেট খুইয়ে ১৩১ রান করেন৷ প্রথম ইনিংসের ভিত্তিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে ৫৪ রান পিছনে রয়েছেন৷ দ্বিতীয় দিনে নাইট ওয়াচম্যান ন্যাথন লায়ন ১০, মার্নস লাবুসেন ১ ও স্টিভ স্মিথ ১৬ রান করে আউট হন৷ ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, আলি রোবিনসন এবং মার্ক উড এক এক উইকেট নেন৷