TRENDING:

Emiliano Martinez: "মেসি সর্বশ্রেষ্ঠ, অন্যগ্রহের, আর কোনও মেসি ভবিষ্যতে হবে না"- এমিলিয়ানো মার্টিনেজ

Last Updated:

Emiliano Martinez: মঙ্গলবার দুপুরে মিলন মেলায় তাহাদের কথা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এমি মার্টিনেজ। সেখানে মেসিকে অন্য গ্রহের বলে আখ্যা দেন বিশ্বজয়ী গোলকিপার। একইসঙ্গে জানালেন বিশ্বকাপ জয়ের পর মেসি তাকে কী বলেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এর আগেও একাধিক বার বলেছেন। কলকাতায় এসে আরও একবার লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন এমিলিয়ানো মার্টিনেজ। মেসির প্রিয় দিবু কলকাতায় এসে তাঁর অধিনায়ক সম্পর্কে কী বলবেন সেদিকেই নজর ছিল কলকাতায় ফ্যানেদের। মঙ্গলবার দুপুরে মিলন মেলায় তাহাদের কথা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এমি মার্টিনেজ। সেখানে মেসিকে অন্য গ্রহের বলে আখ্যা দেন বিশ্বজয়ী গোলকিপার। একইসঙ্গে জানালেন বিশ্বকাপ জয়ের পর মেসি তাকে কী বলেছিলেন।
advertisement

সোমবার শহরে পা রাখেন এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার মিলন মেলার অনুষ্ঠানে মেসি সম্পর্কে বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ী গোলকিপার বলেন,”মেসি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। মেসি এক জনই। ভবিষ্যতে আর কেউ মেসি হবে না। কারণ মেসি অন্য গ্রহের। আমি ভাগ্যবান যে মেসির সঙ্গে খেলি।” এছাড়া হাইভোল্টেজ ফাইনাল জয়ের পর মেসি তাকে কী বলেছিলেন সেবিষয়ে বলতে গিয়ে এমি বলেন, “তুমি আগেও আমাদের জিতিয়েছ। আবার জেতালে। আমাদের বাঁচালে অনেক ধন্যবাদ।”

advertisement

আরও পড়ুনঃ Emiliano Martinez: বিকেলে পাবেন মোহনবাগান রত্ন, দুপুরে এমি মার্টিনেজের গলায় ‘জয় ইস্টবেঙ্গল’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মেসির সঙ্গে খেলতে পারায় নিজেকে সৌভাগ্যবান বলেও মনে করেন এমিলিয়ানো মার্টিনেজ। আগামি কোপা আমেরিকা বা বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা নিয়ে এখনও ভাবতে রাজি নন এমি। তবে মার্টিনেজ নিজে আগামি কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফের জিততে চান বলে জানিয়েছিন তাহাদের কথা অনুষ্ঠানে। এছাড়া বর্তমান আর্জেন্টিনা দল খুবই শক্তিশালী তারা ফের কোপা ও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে বলেও মনে করেন এমি মার্টিনেজ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Emiliano Martinez: "মেসি সর্বশ্রেষ্ঠ, অন্যগ্রহের, আর কোনও মেসি ভবিষ্যতে হবে না"- এমিলিয়ানো মার্টিনেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল