সেই সময় একদিক থেকে মহম্মদ সিরাজ ও অপরদিক থেকে প্রসিদ্ধ কৃষ্ণা বল করছিলেন। সেই সময় উইকেট নেওয়ার জন্য প্রবলভাবে চেষ্টা করে যাচ্ছে ভারতীয় বোলাররা। সেই সময় স্টাম্প মাইকে উঠে আসে গিলের মন্তব্য। যেখানে তিনি বলেন, “এক দিক থেকে মহম্মদ, এক দিক থেকে কৃষ্ণা, দুইজনই আজ ধ্বংস নামিয়ে দেবে।” গিলের এই মন্তব্যের অডিও দ্রুতই সোশ্যাস মিডিয়া মাধ্যম ‘এক্স’-এ ভাইরাল হয়ে যায়।
advertisement
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের কাছে দ্বিতীয় ইনিংসে সিরাজ ও কৃষ্ণার পারফরম্যান্স নিয়ে অনেক আশা রয়েছে। প্রথম ইনিংসে প্রসিধ কৃষ্ণা ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন, যদিও তাঁর ইকোনমি রেট ছিল কিছুটা বেশি, ৬.৪০। অপরদিকে, মহম্মদ সিরাজ বল হাতে নিয়ন্ত্রণ দেখালেও ২৭ ওভারে ১২২ রান দিয়ে মাত্র ২ উইকেট নিতে পেরেছেন।
আরও পড়ুনঃ IND vs ENG: ভারতকে চাপে ফেলার আসল ‘কালপ্রিট’ কে? ভয়ে যাচ্ছেন না বোলারদের কাছে!
প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর ভারত দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল (১৩৭) এবং ঋষভ পন্তের (১১৮) সেঞ্চুরিতে ভর করে ৩৬৪ রান তোলে। ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭১ রান। পঞ্চম দিনের সকালে ইংল্যান্ড ওপেনিং জুটিতে ১৮৮ রান তোলে। তারপর অল্প ব্যবধানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।