উগান্ডার ড্যানিয়েল ওয়ানাগলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলেন তিনি। ২১-৯, ২১-৯ ম্যাচের ফল। মনে হচ্ছিল নিজের অতীত ম্যাচের হেরে যাওয়ার প্রায়শ্চিত্ত করতে নেমেছেন শ্রীকান্ত। সার্ভিস থেকে শুরু করে কোর্ট কভারেজ এবং স্মাশ ছিল দেখার মতো। নেট প্লে লা জবাব। ম্যাচটা শেষ করতে সময় নিলেন মাত্র ৩৩ মিনিট।
আরও পড়ুন - China vs Taiwan : চিনের হুমকির জবাবে তাইওয়ানের কাছে প্রস্তুত ঘাতক এফ ১৬! কাঁপছে ড্রাগন
advertisement
সার্ভিস থেকে তুলে নিলেন ২৮ পয়েন্ট। কিছু এরর না করলে আরও বড় ব্যবধানে জয় সম্ভব ছিল। কিন্তু অভিজ্ঞ শ্রীকান্ত জানেন ফাইনাল পর্যন্ত পৌঁছাতে গেলে এরপর আরো চারটে ম্যাচ খেলতে হবে তাকে। তাই নিজের দম এবং শারীরিক শক্তি বিনা কারণে খরচ করেননি।
শ্রীকান্ত কয়েক মাস আগেও বিশ্বের প্রথম দুইয়ে ছিলেন। গোপিচাঁদ এবং প্রকাশ পাড়ুকোন আশা প্রকাশ করেছিলেন এবার কমনওয়েলথ থেকে শ্রীকান্তর হাত ধরে স্বর্ণপদক পেতে পারে ভারত। দুই গুরুর কথা শ্রীকান্ত সত্যি করে দেখাতে পারেন কিনা তার উত্তর দেবে সময়।
পাশাপাশি মিক্সড ডবলস থেকে এদিন বিদায় নিলেন অশ্বিনী পুনাপ্পা এবং সুমিত রেড্ডি জুটি। ইংল্যান্ডের ক্যালাম হেমিং এবং জেসিকা পু জুটির কাছে ১৮-২১, ১৬-২১ ব্যবধানে হেরে যায় তারা। প্রচুর আনফোর্সড এরর করতে দেখা যায় তাদের।