এবার বীরভূমের সিউড়িতে এমজিআর স্পোর্টস অ্যাকাডেমিতে এই টুর্নামেন্টে অংশ নেয় কালিম্পং ফ্যালকন্স, দার্জিলিং আনস্টপেবলস, আলিপুরদুয়ার থান্ডার্স, ঝাড়গ্রাম ফায়ারবল্টস, পূর্ব মেদিনীপুর ড্রাগনস ও কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স। বাংলার ভূমিপুত্রদের নিয়েই এই টুর্নামেন্ট। যে দলগুলির সঙ্গে জেলার নাম যুক্ত তাতে খেললেন সেই জেলার ক্রিকেটাররা। কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স দলটি গঠিত হয়েছিল বাকি জেলাগুলির ক্রিকেটারদের নিয়ে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পূর্ব মেদিনীপুর।
advertisement
টস জিতে আলিপুরদুয়ার থান্ডার্স ব্যাটিং নেয়। ১৯.৩ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে খেলতে নেমে একটা সময় ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পূর্ব মেদিনীপুর ড্রাগনস। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে পূর্ব মেদিনীপুর। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আলিপুরদুয়ারের দেওয়া১৭ রানের টার্গেট তাড়া করে ম্যাচ জেতে পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুনঃ IPL 2025 Points Table: আইপিএল ২০২৫ থেকে সবার আগে বিদায় ৩ দলের! কী বলছেন পয়েন্ট টেবিল?
টুর্নামেন্টের সেরা ব্যাটার নীলেশ রাই। তিনি দার্জিলিং আনস্টপেবলসের হয়ে ১০ ম্যাচে ৪৯৬ রান করেন। সেরা বোলার আলিপুরদুয়ারের দেবী প্রসাদ রায়। ১২ ম্যাচে তিনি নেন ২৬ উইকেট। টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি। ১২ ম্যাচে তিনি সর্বাধিক উইকেট দখলের পাশাপাশি ২৯৭ রান করেন। ফাইনালের সেরা পূর্ব মেদিনীপুরের রোহিত মণ্ডল। তিনি ১৯ রান করার পাশাপাশি ২ উইকেট নেন এদিন।
সুজিত ভৌমিক