IPL 2025 Points Table: আইপিএল ২০২৫ থেকে সবার আগে বিদায় ৩ দলের! কী বলছেন পয়েন্ট টেবিল?

Last Updated:
IPL 2025 Points Table Standings: জমে উঠেছে আইপিএলের লড়াই। প্লে অফে যাওয়ার লক্ষ্যে লড়াই করছে ১০টি দল। পয়েন্ট টেবিলেও চলছে জোর টক্কর। তবে ১০টি দলের মধ্যে ৩টি দলের পরবর্তী রাউন্ডে যাওয়া খুবই কঠিন।
1/6
জমে উঠেছে আইপিএলের লড়াই। প্লে অফে যাওয়ার লক্ষ্যে লড়াই করছে ১০টি দল। পয়েন্ট টেবিলেও চলছে জোর টক্কর। তবে ১০টি দলের মধ্যে ৩টি দলের পরবর্তী রাউন্ডে যাওয়া খুবই কঠিন।
জমে উঠেছে আইপিএলের লড়াই। প্লে অফে যাওয়ার লক্ষ্যে লড়াই করছে ১০টি দল। পয়েন্ট টেবিলেও চলছে জোর টক্কর। তবে ১০টি দলের মধ্যে ৩টি দলের পরবর্তী রাউন্ডে যাওয়া খুবই কঠিন।
advertisement
2/6
বর্তমানে লিগ টেবিলে ৫টি ম্যাচের মধ্যে ৪টি জিতে লিগ টেবিলের টপে রয়েছে গুজরাত টাইটান্স। ৩টির মধ্যে ৩টি জিতে দ্বিতীয় স্থানে দিল্লি। আর ৪টির মধ্যে ৩টি করে রানরেটের বিচারে তৃতীয় আরসিবি ও চতুর্থ পঞ্জাব।
বর্তমানে লিগ টেবিলে ৫টি ম্যাচের মধ্যে ৪টি জিতে লিগ টেবিলের টপে রয়েছে গুজরাত টাইটান্স। ৩টির মধ্যে ৩টি জিতে দ্বিতীয় স্থানে দিল্লি। আর ৪টির মধ্যে ৩টি করে রানরেটের বিচারে তৃতীয় আরসিবি ও চতুর্থ পঞ্জাব।
advertisement
3/6
এই চারটি দল সবথেক ভাল অবস্থায় রয়েছে বর্তমানে লিগ টেবিলে। বাকি দলগুলির মধ্যে ৫টির মধ্যে ২টি করে জিতে নেট রানরেটের বিচারে পঞ্চম এলএসজি, ষষ্ঠ কেকেআর ও সপ্তম স্থানে রয়েছে রাজস্থান।
এই চারটি দল সবথেক ভাল অবস্থায় রয়েছে বর্তমানে লিগ টেবিলে। বাকি দলগুলির মধ্যে ৫টির মধ্যে ২টি করে জিতে নেট রানরেটের বিচারে পঞ্চম এলএসজি, ষষ্ঠ কেকেআর ও সপ্তম স্থানে রয়েছে রাজস্থান।
advertisement
4/6
তবে এরপর যে ৩টি দল রয়েছে তার প্রতিযোগিতায় অবিশ্বাস্যভাবে কামব্যাক না করতে পারলে প্লে অফে যাওয়ার আশা খুবই কম। কারণ মুম্বই, সিএসকে ও হায়দ্রাবাদ ৫টি ম্যাচের মধ্যে মাত্র ১টি জয় পেয়েছে।
তবে এরপর যে ৩টি দল রয়েছে তার প্রতিযোগিতায় অবিশ্বাস্যভাবে কামব্যাক না করতে পারলে প্লে অফে যাওয়ার আশা খুবই কম। কারণ মুম্বই, সিএসকে ও হায়দ্রাবাদ ৫টি ম্যাচের মধ্যে মাত্র ১টি জয় পেয়েছে।
advertisement
5/6
১৪ ম্যাচের মোট গ্রুপ পর্বের খেলায় ৮টি জিতলে মোটামুটি পরের রাউন্ডে যাওয়ার রাস্তা মসৃণ থাকে। সেখানে সিএসকে, মুম্বই ও এসআরএইচের বাকি ৯টি ম্যাচের মধ্যে ৭টিতেই জিততে হবে।
১৪ ম্যাচের মোট গ্রুপ পর্বের খেলায় ৮টি জিতলে মোটামুটি পরের রাউন্ডে যাওয়ার রাস্তা মসৃণ থাকে। সেখানে সিএসকে, মুম্বই ও এসআরএইচের বাকি ৯টি ম্যাচের মধ্যে ৭টিতেই জিততে হবে।
advertisement
6/6
অসম্ভব না হলেও বর্তমানে এই দলগুলির ফর্ম দেখে খুবই কঠিন মনে করা হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞরাও এই ৩ দলের পরের রাউন্ডে যাওয়া কঠিন মনে করছেন। তবে আইপিএলে এর আগেও অবিশ্বাস্য কামব্যাক করেছে একাধিক দল। এই ৩ দল পারে কিনা সেটাই দেখার।
অসম্ভব না হলেও বর্তমানে এই দলগুলির ফর্ম দেখে খুবই কঠিন মনে করা হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞরাও এই ৩ দলের পরের রাউন্ডে যাওয়া কঠিন মনে করছেন। তবে আইপিএলে এর আগেও অবিশ্বাস্য কামব্যাক করেছে একাধিক দল। এই ৩ দল পারে কিনা সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement