TRENDING:

ক্রিকেটের ডার্বি ড্র, নিশ্চিত হার বাঁচাল ইস্টবেঙ্গল, ম্যাচ থেকে মোহনবাগান ৮, ইস্টবেঙ্গল পেল ২ পয়েন্ট

Last Updated:

আসলে ফুটবল হোক বা ক্রিকেট। বাঙালির চিরাচরিত লড়াই মানেই ডার্বি। তাই ২২ গজে শতাব্দী প্রাচীন দুই ক্লাবের লড়াই প্রতিমুহূর্তে উত্তাপ ছড়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফুটবল মাঠের মতোই উত্তাপ। গ্যালারি জুড়ে দু’পক্ষর চিৎকার। একে অপরের বিপক্ষে উত্তপ্ত বাক্য বিনিময়। টানটান উত্তেজনা। প্রতিমুহূর্তেই ক্লাইম্যাক্স। ফুটবলের মত চেনা চিত্রনাট্য। হবে নাই বা কেন? ডার্বি বলে কথা। ফলে ফুটবলের মতই ক্রিকেট মাঠেও মোহনবাগান-ইস্টবেঙ্গলের লড়াই জমজমাট। আসলে ফুটবল হোক বা ক্রিকেট। বাঙালির চিরাচরিত লড়াই মানেই ডার্বি। তাই ২২ গজে শতাব্দী প্রাচীন দুই ক্লাবের লড়াই প্রতিমুহূর্তে উত্তাপ ছড়াল।
ক্রিকেটের ডার্বি ড্র, নিশ্চিত হার বাঁচাল ইস্টবেঙ্গল (Representative Image)
ক্রিকেটের ডার্বি ড্র, নিশ্চিত হার বাঁচাল ইস্টবেঙ্গল (Representative Image)
advertisement

ম্যাচের ফলাফল ড্র হলেও নৈতিক জয় বাগানের তা বলাই যায়। পয়েন্টের বিচারে ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করল সবুজ মেরুন বাহিনী আর ইস্টবেঙ্গলের ঝুলিতে মাত্র ২। আর একটু স্পষ্ট করে বলতে হলে বলতে হবে ডর্বিতে হার বাঁচালো ইস্টবেঙ্গল। শেষ উইকেটে দ্বিতীয় ইনিংসে ইস্টবেঙ্গলের হয়ে অয়ন ভট্টাচার্য ও অমিত কুইল্যা যে লড়াইটা করলেন। সেটা না হলে নিশ্চিত হার ছিল ইস্টবেঙ্গলের। দশ উইকেটে ১৯ রান যোগ করার পাশাপাশি দু’জনে টিকে রইলেন প্রায় কুড়ি ওভার। ক্রিজে সময় কাটালেন ঘণ্টাখানেক।

advertisement

আরও পড়ুন– ঠিক যেন লিপস্টিকে রাঙানো ঠোঁট; এই গাছকে দেখামাত্রই চুমু খেতে ইচ্ছা করবে

ইস্টবেঙ্গলের শেষ উইকেটটা যদি মোহনবাগান তাড়াতাড়ি নিতে পারত তাহলে ম্যাচ জয়ের প্রবল সম্ভাবনা ছিল। তবে সরাসরি ফয়সালা না হলেও সেরা ম্যাচের সাক্ষী থাকল ইডেন। সিএবি পরিচালিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ডার্বিতে জোরে বোলারদের দাপট চোখে পড়ল। তিন দিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল ক্লাব ৬০.৪ ওভারে ১০ উইকেটে ১৭৪ রানে অলআউট হয়েছিল। জবাবে মোহনবাগান এ.সি ৬৬.২ ওভারে ১০ উইকেটে ১৮৯ রানে শেষ হয়ে যায়। যদিও একসময় ওপেনিং এ বিনা উইকেটে ১২৪ রানের পার্টনারশিপ গড়েছিল মোহনবাগান। প্রথম ইনিংসে মোহনবাগানের সুদীপ কুমার ঘরামী ৬৪ রান করেন। ওপেনিং জুটিতে অঙ্কুর পালকে সঙ্গী করে মোহনবাগানের শুরুটা ভালো করেছিল কিন্তু ইস্টবেঙ্গলের অমিত কুইল্যা ও অয়ন ভট্টাচার্য ৩টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের দাপুটে ব্যাটিং পারফরম্যান্সে রাশ টানেন। তবে ২৭ রান অতিরিক্ত না দিলে প্রথম ইনিংসে ১৫ রানের গুরুত্বপূর্ণ লিড পেত না মোহনবাগান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

দ্বিতীয় ইনিংসে ইস্টবেঙ্গল ক্লাব ৭৩.২ ওভারে ১০ উইকেটে ১৬৯ তোলে। সৌরভ পাল ৫৮ ছাড়া বড় রান নেই। তবে হার বাঁচানো লড়াই করেন অয়ন ও অমিত। ‌মোহনবাগানের বোলিং আক্রমনের নেতৃত্বে ঈশান পোড়েল। ৪ উইকেট নিয়ে লাল হলুদকে ভাঙেন তিনি। তবে শেষ ঘণ্টায় জয়ের জন্য ১৫৫ তুলতে হতো বাগানকে। কাজটা কার্যত অসম্ভভব হলেও একটাও মরিয়া চেষ্টা করে বাগান শিবির। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে মোহনবাগান এ.সি ১৩ ওভারে ১ উইকেটে ৯৪ তোলে। তিন দিনের শেষে কলকাতা ক্রিকেট ডার্বি ম্যাচ ড্র হয়। মোহনবাগান এ.সি পেল ৮ পয়েন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাব পেয়েছে ২ পয়েন্ট। মোহনবাগানের সুদীপ ঘড়ানি ম্যাচের সেরা নির্বাচিত হন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটের ডার্বি ড্র, নিশ্চিত হার বাঁচাল ইস্টবেঙ্গল, ম্যাচ থেকে মোহনবাগান ৮, ইস্টবেঙ্গল পেল ২ পয়েন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল