TRENDING:

মিনি ডার্বিতে নাটকের পর নাটক! ২৯ মিনিটে জোড়া লাল কার্ড! ইস্টবেঙ্গলের দুঃসময় চলছেই

Last Updated:

East Bengal- শনিবার যুবভারতীতে ছিল লিগের লাস্ট দুই বয়ের লড়াই। হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল মহামেডান। আন্দ্রে চেরনিশভের মহামেডান এদিন ইস্টবেঙ্গলের সঙ্গে সমানে সমানে টক্কর দিল। তবে এদিন রেফারিং নিয়ে প্রশ্ন উঠে গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইস্টবেঙ্গল- 0
News18
News18
advertisement

মহামেডান- 0

কলকাতা: আইএসএলে ৬ ম্যাচ পর অবশেষে প্রথম পয়েন্টের দেখা পেতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। তবে এদিনও সেই আশায় জল। অস্কার ব্রুজোর লাল-হলুদ শিবির এদিনও ড্র করেই মাঠ ছাড়ল।

শনিবার যুবভারতীতে ছিল লিগের লাস্ট দুই বয়ের লড়াই। হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল মহামেডান। আন্দ্রে চেরনিশভের মহামেডান এদিন ইস্টবেঙ্গলের সঙ্গে সমানে সমানে টক্কর দিল। তবে এদিন রেফারিং নিয়ে প্রশ্ন উঠে গেল।

advertisement

ম্যাচের ২৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার নন্দকুমার ও মহেশ নাওরেম সিংহ। তার পর থেকে গোটা ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হল ৯ জনে। বাগে পেয়েও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্ট ঘরে তুলতে পারল না মহামেডান।

আরও পড়ুন- ব্যাটে রানের খরা,IPL ফ্রাঞ্চাইজি ছেড়ে দিয়েছে, এই অবস্থায় এত বড় খবর দিয়েছে

advertisement

ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াই হয় ইস্টবেঙ্গলের নন্দকুমার ও মহমেডানের অমরজিতের মধ্যে। তখনই নন্দকুমার নিজের ডান হাত চালান। সেই হাত গিয়ে লাগে অমরজিতের মুখে। সঙ্গে সঙ্গে অমরজিত মাটিতে পড়ে যান। এর পরই রেফারি হরিশ কুন্ডু অমরজিতকে হলুদ কার্ড দেখান। তবে মহমেডানের ফুটবলাররা অভিযোগ করতে থাকেন, নন্দকুমার ইচ্ছাকৃতভাবে অমরজিতকে মেরেছেন।

এর পর হরিশ তাঁর সহকারী রেফারির সঙ্গে কথা বলে ম্যাচের ২৯ মিনিটের মাথায় নন্দকুমারকে সরাসরি লাল কার্ড দেখান। রিপ্লে-তে দেখা যায়, সত্যিই ইচ্ছাকৃতভাবে হাত চালিয়েছিলেন নন্দ। রেফারির এমন সিদ্ধান্তের পরই আবার শুরু হয় নাটক। রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি মহেশ। তিনি ক্ষোভে বলে লাথি মারেন।

advertisement

আরও পড়ুন- কেকেআর তারকা দেখাচ্ছে এমন ভেলকি, এবার আইপিএলে কপালে দুঃখ আছে প্রতিপক্ষদের

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

ফুটবলে এখন নিয়ম, রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে কেউ বলে লাথি মারলে বা রেফারির সঙ্গে তর্ক করলে তাঁকে কার্ড দেখানো হয়। এর পরই মহেশকে হলুদ কার্ড দেখান রেফারি। আগে আরও একটি হলুদ কার্ড দেখেছিলেন মহেশ। ফলে তাঁকেও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ম্যাচের ২৯ মিনিটেই লাল-হলুদের দুই ফুটবলার মাঠ ছাড়েন। এদিন ম্যাচে আরও এক রেকর্ড হয়। আইএসএলের ইতিহাসে এই প্রথম প্রথমার্ধে একই দলের দুই ফুটবলার লাল কার্ড দেখলেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মিনি ডার্বিতে নাটকের পর নাটক! ২৯ মিনিটে জোড়া লাল কার্ড! ইস্টবেঙ্গলের দুঃসময় চলছেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল