TRENDING:

East Bengal Club: ইস্টবেঙ্গলের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস বেশ আড়ম্বরের সঙ্গেই পালন শিলিগুড়িতে

Last Updated:

বিভিন্ন স্থানীয় ক্লাবের সমর্থক হলেও তাঁরা অবশ্য সবাই ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে এক সুতোয় বাঁধা। প্রত্যেকেই নিজেদের লাল-হলুদ সমর্থক বলে পরিচয় দেন। তাই বিভিন্ন পেশা ও কাজের সঙ্গে যুক্ত থেকেও এদিন তাঁরা ফ্যান ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: লাল-হলুদ ব্রিগেডের ‘সেকেন্ড হোম’ বলা হয় শিলিগুড়িকে। তাই ইস্টবেঙ্গলের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস বেশ আড়ম্বরের সঙ্গেই পালন করল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। এদিন লাল-হলুদ বেলুন ও পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয় গোটা ইস্টবেঙ্গল রোড। কেক কেটে, পতাকা উত্তোলন করে তাঁরা দিনটি নিজেদের মতো করে পালন করেন।
advertisement

এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে ক্লাবের পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক বাসুদেব ঘোষ। পরবর্তীতে শিলিগুড়ি ‘ইস্টবেঙ্গল ক্লাবের’ ১০৪তম এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সপ্তমতম কেক কেটে দিনটি উদযাপন হয়। পাশাপাশি ক্লাবের ইতিহাস নিয়ে বক্তব্য তুলে ধরেন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী মদন ভট্টাচার্য, নান্টু পাল-সহ ক্রীড়া পরিষদ বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্য সমর্থকরা।

advertisement

আরও পড়ুন– একমাসে দু’টি সুপারমুন! কীভাবে কখন দেখবেন, জেনে নিন বিস্তারিত

শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু সমর্থক এদিন এই অনুষ্ঠানে এসেছিলেন। বিভিন্ন স্থানীয় ক্লাবের সমর্থক হলেও তাঁরা অবশ্য সবাই ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে এক সুতোয় বাঁধা। প্রত্যেকেই নিজেদের লাল-হলুদ সমর্থক বলে পরিচয় দেন। তাই বিভিন্ন পেশা ও কাজের সঙ্গে যুক্ত থেকেও এদিন তাঁরা ফ্যান ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে আসেন। শিলিগুড়িতে বেশিরভাগই ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক। ক্লাবের কোনও খেলা হলে স্টেডিয়ামে কানায় কানায় শুধুই থাকে ইস্টবেঙ্গল সমর্থক। এদিন সকলে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ক্লাবকে।

advertisement

View More

ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি মদন ভট্টাচার্য জানান, ‘‘আমাদের লড়াই কলকাতা ফুটবল লিগ দিয়ে শুরু হয়ে গেছে। এবারের ফুটবল টিমও খুব ভাল হয়েছে। আমরা আশাবাদী এবছর সমস্ত ট্রফি ইস্টবেঙ্গলের ঘরেই আসবে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal Club: ইস্টবেঙ্গলের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস বেশ আড়ম্বরের সঙ্গেই পালন শিলিগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল