এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে ক্লাবের পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক বাসুদেব ঘোষ। পরবর্তীতে শিলিগুড়ি ‘ইস্টবেঙ্গল ক্লাবের’ ১০৪তম এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সপ্তমতম কেক কেটে দিনটি উদযাপন হয়। পাশাপাশি ক্লাবের ইতিহাস নিয়ে বক্তব্য তুলে ধরেন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী মদন ভট্টাচার্য, নান্টু পাল-সহ ক্রীড়া পরিষদ বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্য সমর্থকরা।
advertisement
আরও পড়ুন– একমাসে দু’টি সুপারমুন! কীভাবে কখন দেখবেন, জেনে নিন বিস্তারিত
শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু সমর্থক এদিন এই অনুষ্ঠানে এসেছিলেন। বিভিন্ন স্থানীয় ক্লাবের সমর্থক হলেও তাঁরা অবশ্য সবাই ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে এক সুতোয় বাঁধা। প্রত্যেকেই নিজেদের লাল-হলুদ সমর্থক বলে পরিচয় দেন। তাই বিভিন্ন পেশা ও কাজের সঙ্গে যুক্ত থেকেও এদিন তাঁরা ফ্যান ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে আসেন। শিলিগুড়িতে বেশিরভাগই ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক। ক্লাবের কোনও খেলা হলে স্টেডিয়ামে কানায় কানায় শুধুই থাকে ইস্টবেঙ্গল সমর্থক। এদিন সকলে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ক্লাবকে।
ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি মদন ভট্টাচার্য জানান, ‘‘আমাদের লড়াই কলকাতা ফুটবল লিগ দিয়ে শুরু হয়ে গেছে। এবারের ফুটবল টিমও খুব ভাল হয়েছে। আমরা আশাবাদী এবছর সমস্ত ট্রফি ইস্টবেঙ্গলের ঘরেই আসবে।’’
অনির্বাণ রায়