মহাষষ্ঠীর দিন ইস্টবেঙ্গল সমর্থকরা এটাই বলছেন গর্ব করে। কারণ, ক্লাবের তরফে পুজো শুরুর প্রথম দিনই তাঁদের যে খুশির খবরটা দেওয়া হয়েছে তাতে তাঁরা বেজায় খুশি। ক্লাবের নামের আগে বা পরে কিছু নেই। আইএসএলে ইস্টবেঙ্গল খেলবে একেবারে নিজের নামে। আগে বা পরে স্পনসরের নাম যুক্ত হচ্ছে না।
আগেই জানানো হয়েছিল, আইএসএলে East Bengal FC নামেই খেলবে লাল-হলুদ শিবির। ফলে একটা আশা ছিলই সমর্থকদের মনে। সেই আশা পূরণ হয়ে গেল পুজো শুরুর দিনেই। মহাষষ্ঠীর শুভ দিনে নিজেদের সোশ্যাল মিডিয়ায় দেখা গেল East Bengal FC. লাল-হলুদ ক্লাবের পেজে নাম পরিবর্তন করে সমর্থকদের বড় উপহার দিল ইস্টবেঙ্গল।
advertisement
আরও পড়ুন- প্র্যাকটিস ম্যাচে রিয়েল কাশ্মীরকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল, ক্রমশ ছন্দে লাল হলুদ
মহাষষ্ঠীর সকালে লাল হলুদ সমর্থরা এই উপহার পেয়ে দারুণ খুশি। ইমামি ইস্টবেঙ্গল বদলে হয়ে গেল East Bengal FC. ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার ও পেজের নাম বদলে ফেলা হল। সমর্থকরা পুজো শুরুর দিনেই ইস্টবেঙ্গল কর্তা ও স্পনসরদের ধন্যবাদ জানাচ্ছেন। অনেকেই বলছেন, তাঁদের প্রিয় ক্লাব নিজেদের নামেই খেলবে, এর থেকে ভাল খবর আর কিছু হয় না।
আরও পড়ুন- দয়া করে সম্মান থাকতে অবসর নিন, এবার রোনাল্ডোকে তীব্র আক্রমণ পর্তুগিজ সমর্থকদের!
এটিকে মোহনবাগান। এই নাম নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়েছিল একটা সময়। প্রিয় ক্লাবের নামের আগে স্পন্সরের নাম যুক্ত থাকুন, সেটা কোনওমতেই মেনে নিতে পারছিলেন না সবুজ-মেরুন সমর্থকরা। এই নিয়ে বিস্তর প্রতিবাদও হয়। শেষমেষ নাম বদলের ব্যাপারে ভাবতে বাধ্য হয়েছিল ক্লাব ম্যানেজমেন্ট ও স্পনসররা। তবে ইস্টবেঙ্গল কিন্তু নাম বিতর্কের পথে হাঁটল না। বরং যে নামে শতাব্দীপ্রাচীন ক্লাবকে চেনেন সমর্থকরা, সেই নামই বজায় থাকল। ইস্টবেঙ্গল এফসি- এই নামেই আইএসএল খেলবে লাল-হলুদ।