ভালো শুরু করেও ডার্বি হারের হতাশা ম্যাচ শেষে স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে লাল-হলুদ কোচের চোখে-মুখে। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ কনস্ট্যাটাইন। তবে ম্যাচ হারের দায় কার তা কোনও রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। ম্যাচ শেষ বলেন,'ফুটবল খেলা মানে সেখানে ভুল হবেই। কেউ না কেউ কোনও দিন ভুল করবেই। আজ হয়তো সেটা গোলকিপার করেছে। তার আগে প্রথমার্ধে আমরা বিপক্ষকে শাসন করেছি। আমরাই ভাল খেলেছি। গোল করার সুযোগ পেয়েছি। গোল করলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত।'
advertisement
আরও পড়ুনঃ একসময় কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন ওয়াসিম আক্রম, আত্মজীবনীতে জানিয়েছেন মুক্তির পথও
তবে হাল ছাড়া পাত্র কনস্ট্যাটাইন যে নন তা অতীতে ভারতীয় দলের কোচিং করানোর সময় প্রমাণ করে দিয়েছেন। এবার তার দলকে নিয়ে তার অনেক পকিকল্পনা রয়েছে বলেও ডার্বি হারের পর জানিয়েছেন স্টিফেন। ইস্টবেঙ্গলের হাতে এখনও ১৬টি ম্যাচ রয়েছে। একটি একটি ম্যাচ পরিকল্পনা করে এগোনোর কথা বলেছেন লাল-হলুদ কোচ। নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে চেন্নাই ম্যাচে জয়ে ফেরাই লক্ষ্য স্টিফেন কনস্ট্যানটাইনের।