জানা গিয়েছে, আইএফএ’র শৃঙ্খলারক্ষা কমিটি চারজনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১ বছরের জন্য নির্বাসনে পাঠানো হচ্ছে রেফারি রোহন দাশগুপ্তকে। তিন সহকারী রেফারি দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্করকে ৬ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীও ৬ মাসের জন্য নির্বাসিত।
নির্বাসন চলাকালীন আইএফএ পরিচালিত কোনও ম্যাচের সঙ্গে এঁরা যুক্ত থাকতে পারবেন না। এমনকী সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও বিষয়টি জানানো হবে।
advertisement
রেফারিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন শতদ্রুর ঘনিষ্ঠ প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্ত। তাই তাকেও জিজ্ঞাসাবাদ এর জন্য তলব করা হবে।
প্রাক্তন ফুটবলার তথা ডালহৌসির কোচ সুপ্রিয় দাশগুপ্ত। যাকে পুলিশও জিজ্ঞাসাবাদ করেছিল।
প্রসঙ্গত, মেসির যুবভারতীতে অনুষ্ঠান ঘিরে গত বছর ১৩ ডিসেম্বর প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কোনও অনুষ্ঠান না করেই নিরাপত্তার কারণে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। এই ঘটনার পরেই গোটা মাঠ জুড়ে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় পুলিশকে। এরপরেই গ্রেফতার করা হয় মূল আয়োজককারী শতদ্রু দত্তকে। কিছুদিন আগে এই ঘটনার ৩৭ দিন পর জামিনে মুক্ত হন তিনি।
