রবিবার ডুরান্ড কাপে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল-এর হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ দেখতে মোট ৬২ হাজার ৫০০ জন দর্শক দেখতে আসার কথা। আগামীকাল খেলার নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের জন্য প্রায় ৩ হাজার ৫০০ জন পুলিশ কর্মী থাকবেন।
আরও পড়়ুন- দুটো বড় উইকেট পর পর! বিরাট, রোহিত আউট, আতঙ্কের নাম সেই ‘আফ্রিদি’
advertisement
তাঁদের মধ্যে প্রায় ২২ জন এসপি এবং অ্যাডিশনাল এসপি ৱ্যাঙ্ক-এর অফিসার থাকবেন। ৩৫ জন এসিপি ৱ্যাঙ্ক-এর অফিসার থাকবেন। এছাড়া সাদা পোশাকে পুলিশ থাকবে। টিকিট ব্ল্যাক রুখতেও বিশেষ ব্যবস্থা থাকছে।
মোহনবাগানের যে সকল দর্শকরা আসবেন তাঁরা ৩,৪ এবং ৫ নাম্বার গেট দিয়ে ঢুকবেন। তাঁরা বেলেঘাটার দিক দিয়ে ঢুকে আমূল আইল্যান্ড এ এসে গাড়ি মিশ্রা আইল্যান্ড এবং ক্যানাল সাইডে পার্কিং করবেন।
ইস্টবেঙ্গলের সমর্থকরা ১,২ এবং ৩ নাম্বার গেট দিয়ে ঢুকবেন। ইস্টবেঙ্গল সমর্থকরা আসবেন কাদাপাড়া থেকে আমূল আইল্যান্ডে। তাঁরা যে গাড়ি নিয়ে আসবেন সেটি পার্কিং করবেন আইএ মার্কেট-এর আশেপাশে।
নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনটি লেভেলে চেকিং এর ব্যবস্থা করা হচ্ছে। ম্যাচ শুরু হবে চারটের সময়। দর্শকদের ঢোকার জন্য দুটোর মধ্যে গেট খুলে দেওয়া হবে।
কিছু কিছু জিনিস দর্শকদের আনতে বারণ করা হয়েছে। যেমন- ব্যানার, পোস্টার, বাজি, দেশলাই। যেগুলো ছোড়া যায় এমন জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না।
আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, দলে রয়েছে চমক
শুধু মোবাইল ও পার্স নিয়ে প্রবেশ করা যাবে। ছাতা নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে জলের বোতলেও। নির্দেশিকা থাকার পরও যদি কারোর কাছে বাজি পাওয়া যায়, তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিউজিকাল ইন্সট্রুমেন্ট নিয়ে ঢোকাও বারণ।
