India vs Pakistan Asia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, দলে রয়েছে চমক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2023 India vs Pakistan: আর কিছু সময়ের অপেক্ষা। তারপর এশিয়া কাপ ২০২৩-এর মহাম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।
ক্যান্ডি: ২০১৯ সালের বিশ্বকাপে শেষবার একদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেবার জয়ের হাসি হেসেছিল টিম ইন্ডিয়া। মাঝে টি-২০ ফর্ম্যাটে একাধিকবার দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের সাক্ষাৎ হয়েছে। তবে ৫০ ওভারের ক্রিকেটে ৪ বছর পর ফের আমনে-সামনে ভারত-পাক। এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের দ্বৈরথে কোন দল জয়ের হাসি হাসবে তার উত্তর মিলবে আগামি কয়েক ঘণ্টায়।
মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল টস ভাগ্য সাথ দিল ভারতের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত ভারতের। টস এই ম্যাচে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে আগেই বলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেখানে টস ভারতের টস জেতা বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে করা হচ্ছে। ভারতীয় দল তিন পেসার নিয়ে খেলছেন। কিন্তু দলে নেই মহম্মদ শামি। খেলছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। এছাড়া দুই স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। ব্যাটিং লাইনে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া।
advertisement
advertisement
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
🚨 Toss & Team Update 🚨
Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bat against Pakistan. #INDvPAK
A look at our Playing XI 🔽
Follow the match ▶️ https://t.co/hPVV0wT83S#AsiaCup2023 pic.twitter.com/onUyEVBwvA
— BCCI (@BCCI) September 2, 2023
advertisement
পাকিস্তানের প্রথম একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
প্রসঙ্গত, এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে বড় জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে পাকিস্তান। জোড়া শতরান করেছিলেন বাবর আজম, ইফতিকর আহমেদ। এছাড়া বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তান। অপরদিকে, এক নন্বর দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ে বিরাট কোহলি, শুভমান গিল, রোহিত শর্মারা প্রস্তুত আগুন ঝরানোর জন্য। অপরদিকে, বোলিংয়ে সেরাটা দিতে প্রস্তুত বুমরা-শামি-কুলদীপরা। ফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে প্রস্তুত ক্রিকেট বিশ্ব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 2:43 PM IST