TRENDING:

লোকে বলে, জুয়া কোম্পানি! তারাই এখন ভারতীয় দলে টাকা ঢালবে! অবাক কাণ্ড

Last Updated:

Team India new sponsor: লোকজন যাদের জুয়ার সংস্থা বলে, তারাই এবার টাকা ঢালবে ভারতীয় ক্রিকেটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) টিম ইন্ডিয়ার নতুন লিড স্পন্সর ঘোষণা করেছে। ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম Dream-XI ভারতীয় দলের নতুন স্পনসর হবে।
advertisement

বাইজুস-এর বদলে এবার ড্রিম ইলেভেন বড় দায়িত্ব পেল । শনিবার বিসিসিআই ড্রিম ইলেভেন-এর নাম ঘোষণা করেছে। এখন ভারতীয় দলের জার্সির গায়ে বাইজুস-এর বদলে ড্রিম-ইলেভেন লেখা দেখা যাবে। সম্প্রতি অ্যাডিডাস ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পন্সর হয়েছে।

আরও পড়ুন- Lionel Messi: ইউরোপ সেরা গোল মেসির, প্রথম ১০টি গোল কেমন হল, দেখুন ভিডিও

advertisement

ড্রিম-১১ ও বিসিসিআই-এর মধ্যে তিন বছরের চুক্তি হয়েছে। তবে এই চুক্তির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জার্সিতে ড্রিম-11 লেখা দেখা যাবে।

টিম ইন্ডিয়ার নতুন বিশ্বকাপ কিট-এ থাকবে নতুন স্পন্সরের নাম। চলতি অর্থবর্ষেই আগ্র স্পন্সর বাইজুস-এর চুক্তি শেষ হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে এক মাসের মধ্যে মোট আটটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১২ জুলাই থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি ১২ থেকে ১৬ জুলাই, ডোমিনিকায় উইন্ডসর পার্ক স্পোর্টস স্টেডিয়ামে। ২৭ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ অগাস্ট।

advertisement

BCCI সভাপতি রজার বিনি বলেছেন, “Dream11 কে অভিনন্দন জানাই। বিসিসিআই এবং ড্রিম 11-এর মধ্যে অংশীদারিত্ব ও সম্পর্ক দৃঢ় হবে বলে আশা করছি ।

আরও পড়ুন- উইম্বলডনে এবার থেকে মেয়েদের সাদার জায়গায় রঙিন ইনার পড়ার অনুমতি!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ড্রিম স্পোর্টসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও হর্ষ জৈন বলেছেন, “ড্রিম 11 বিসিসিআই এবং টিম ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। Dream11-এ আমরা এক বিলিয়ন ভারতীয় ক্রিকেট ভক্তের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখি। সেই সম্পর্ক আরও দৃঢ় হবে এবার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
লোকে বলে, জুয়া কোম্পানি! তারাই এখন ভারতীয় দলে টাকা ঢালবে! অবাক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল